নিজস্ব প্রতিবেদক।। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলাধীন রত্নাই বগুলাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের স্বশিক্ষিত প্রধান শিক্ষক মেজবাহুল হক মিন্টু জানেনই না বাংলাদেশের জাতির পিতা কে?
টাকার বিনিময়ে চাকুরি নেয়া এই সব স্বশিক্ষিত কিইবা আর জানবে। এই সব আবাল দের জন্য শিক্ষক সমাজ আজ প্রশ্ন বিদ্ধ।
প্রধান শিক্ষক মিন্টু ১৮ অক্টোবর তার ফেইসবুকে শিশু রাসেল কে জাতীর পিতা উল্লেখ্য করে একটি পোষ্ট দেন, যা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
সাধারণ জনগন এই প্রধান শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে।
একজন তো সরাসরি কমেন্টস করেছে, নকল করে পাশ করা এই শিক্ষক কিভাবে একটি হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ পায়।
আরেক জন লিখেছে সে প্রধান শিক্ষক নয়, স্কুলের দফতরী হবার যোগ্যতাও রাখে না। টাকার বিনিময়ে কেনা প্রধান শিক্ষকের চেয়ার কে পাকাপোক্ত করার জন্য নব্য হাইব্রিড আওয়ামী লীগার সাজার চেষ্টা করছে।
তবে এই সব স্বশিক্ষিত ধান্ধা বাজরা কিভাবে শিক্ষা ক্ষেত্রে চাকুরি পায় সে ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।