মো: আসাদুজ্জামান আসাদ, বিশেষ প্রতিনিধি, ঠাকুরগাঁও:ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো বলেছেন,বাংলাদেশে শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই ২০২৪ সালের নির্বাচনে আবারো এ দেশের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। কারণ শেখ হাসিনা ছাড়া এ দেশের মানুষের ভাগ্য আর কেউ পরিবর্তন করতে পারবেন নাহ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার ১৬ নং নারগুন ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের মাঠে আয়োজিত তিন হাজারেরও অধিক উপকারভোগীদের নিয়ে এক সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশের করুন অবস্থা ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই অবস্থার পরিবর্তন করেছিলেন। বঙ্গবন্ধু কে স্ব পরিবারে নৃশংস ভাবে হত্যার পরে দেশের সেই উন্নয়ন স্তিমিত হয়ে পড়েছিলো।
আবারো ১৯৯৬ সালে
নির্বাচনের নামে একটি মহল ভোট চুরির মাধ্যমে ক্ষমতা দখল করে রেখেছিল। পরবর্তীতে আওয়ামী সরকার জাতীয় পরিচয়পত্রের ব্যবস্থা করে। যা দেশের নাগরিকের পরিচয়সহ ভোটের কারচুপি প্রতিরোধ করতে সক্ষম।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে পাকা রাস্তা, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ প্রতিটি অঞ্চলে এখন শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলোতে গরীব অসহায়েরাও পড়াশোনার সুযোগ পাচ্ছে। কৃষক তার ষার পাচ্ছে, অসহায়দের মাঝে টিসিবির পণ্য, ভিজিএফ এর চাল দেওয়া হচ্ছে। এছাড়াও বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালীন ভাতা সব সুবিধা গুলো আওয়ামী লীগ সরকার দিচ্ছে যেগুলো অন্য কোন সরকার দিতে পারেনি। আগে ঠাকুরগাঁও থেকে ঢাকায় যেতে আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হতো কিন্তু এখন আমরা খুব তাড়াতাড়ি ভোগান্তি ছাড়ায় ঢাকায় যেতে পারি। ঠাকুরগাঁও থেকে প্রতিদিন ৩ টি ট্রেন ঢাকায় যায়। এগুলো অবদান কার! আপনাদের বুঝতে হবে আওয়ামী লীগ সরকার আপনাদের জন্য কি করেছে আর বিএনপি কি করেছিল। আপনারা যদি এরকম উন্নয়ন অব্যাহত রাখতে চান তাহলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে।
এদিকে নারগুন ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম বলেন, আমি চেয়ারম্যান হিসেবে ক্ষমতায় এসেছি এখনো দুই বছর পূর্ণ হয়নি। এই অল্প সময়েই এই এলাকার রাস্তা ঘাট, ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহ বিভিন্ন কালভার্ট নির্মাণ করেছি। সরকারি বিভিন্ন অনুদান যথাযথভাবে বিতরণ করছি যদিও এই অনুদান গুলো আমার ইউনিয়নের মোট পরিবারের তুলনায় অনেক কম।আগামী নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের বিজয় হলে আমার নির্বাচনী ইশতেহার সহ আরো অনেক উন্নয়ন করা সম্ভব হবে বলে জানান তিনি।
সমাবেশে নারগুন ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মেরিনা বেগম, ইউপি সদস্য রফিকুল ইসলাম, উপকারভোগী রাহেলা বেগম, হবিবর রহমান প্রমুখ।
সমাবেশে সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদসহ আওয়ামীলীগ দলটির অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।