আটোয়ারী,পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের পুকুর থেকে বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ইয়াছমিন আক্তার মোহনা (১৪) নামের এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে আটোয়ারী থানা পুলিশ।
শনিবার (২১ অক্টোবর) সকাল সাতটার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার মকবুল হোসেনের বাড়ির পাশের পুকুরে ভেসে থাকা অবস্থায় এই লাশ উদ্ধার করা হয়। মোহনা গোবিন্দপুর এলাকার মকবুল হোসেনের মেয়ে। পরিবার সূত্রে জানাগেছে, মোহনার মা আমেনা থাতুন গত বৃহস্পতিবার বিকেলে মোবাইলে কথা বলা নিয়ে বকা দিলে মনের রাগে সে বাসা থেকে বের হয়ে যায়। বিকেল শেষে রাত পর্যন্ত বাসায় না আসলে থানায় একটি সাধারণ ডায়রী করেন তার বাবা মকবুল হোসেন।
ঘটনার দুইদিন পর শনিবার সকালে মোহনার খালা তৈয়বা খাতুন পুকুরে লাশ ভেসে থাকা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পরে আটোয়ারী থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং একটি অপমৃত্যু মামলা রুজু করে লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় মর্গে পাঠানো হয়।
মৃত্যুর খবর নিশ্চিত করে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আবু মুসা বলেন, গত ১৯ অক্টোবর বিকেলে মেয়েটির বাবা থানায় এসে একটি সাধারণ ডায়রী করেন। তার পর থেকেই বিষয়টি নিয়ে আমাদের পুলিশ কাজ করছে। এর মধ্যেই আজকে সকালে পুকুরে লাশ ভেসে থাকার খবর পেয়ে ঘটনা স্থলে যাই। পরে লাশ উদ্ধার করে তার বাবা ও মায়ের সনাক্তে থানায় আনা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নিয়ে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং