1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
উত্তর বঠিনায় শিক্ষার নামে প্রতারণা: ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দুর্নীতি-অনিয়মে নাকাল বিদ্যালয়! সাবেক যুবদল নেতা আনোয়ার হোসেনের অভিযোগ: রাজনীতিতে অবদানের পরও বঞ্চনার শিকার! বাংলাদেশ প্রেসক্লাব পলাশবাড়ি উপজেলা শাখা কার্যালয়ের উদ্বোধন ও দ্বি-বার্ষিক সম্মেলন নলছিটিতে জনতার হাতে ডাকাত সদস্য আটক সাদুল্লাপুরে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি!! থানায় মামলা করলে প্রাননাশের হুমকি প্রদান পীরগঞ্জে আপন মামা’র বিরুদ্ধে মামলা করে নিরাপত্তাহীনতায় ভাগিনার পরিবার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু আওয়ামী মিডিয়া ডনদের গ্রেফতার করতে হবে- রাশেদ প্রধান নৌকার সময় নৌকা ধানের সময় ধান পঞ্চগড়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন

দেয়ালে ছবি আঁকাই চাঁনু পাগলার কাজ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২১৫ বার পড়া হয়েছে

রূপা সেন।। নাম আবু বক্কর সিদ্দিক (৫১) ওরফে (চাঁনু মিয়া) । চাঁনু পাগলা নামেই তার পরিচিতি। তার পরিবারে পাঁচ বোন এক ভাইয়ের মধ্যে সে সবার ছোট। তিনি ভারসাম্যহীন একজন মানুষ। ভোর হলেই চাঁনু মিয়াকে আর তার বাড়িতে পাওয়া যায় না। নিজের ঘর তালা দিয়ে বের হয়ে যান অজানা গন্তব্যে। সারাদিন রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন দেয়ালে আঁকেন নানা ধরণের ছবি। আবার সন্ধ্যা হলে ফিরে যান নিজ বাড়িতে। এভাবেই কেটে যায় তার দিন। দেয়ালে এমন সব ছবি দেখে মুগ্ধ প্রায় সব বয়সি মানুষ।
জানা যায়, টাঙ্গাইল পৌর শহরের এনায়েতপুর এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক (৫১) । তিনি ছোট বেলা থেকে একজন স্বাভাবিক মানুষের মতো চলাচল করতো। পড়াশোনা করেছেন ১০ শ্রেণি পর্যন্ত। ছোট বেলায় পড়াশোনার পাশাপাশি বাবার সাথে মাঠে-ঘাটে কাজ করতেন। আর কাজের ফাঁকে সময় পেলে কচুরিপানা, পোড়া মাটির টুকরো বা কয়লা দিয়ে আঁকতেন ছবি। সেখান থেকে শুরু হয় তার ছবি আঁকার প্রতি ভালোবাসা। তার বাবা-মা মারা যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পরেন তিনি। তারপর থেকে চাঁনু মিয়া ভারসাম্যহীন হয়ে পরেন।
পৌর শহরের পার্ক বাজারের মোড়ে দেখা মিলে চাঁনু মিয়ার। তার সঙ্গে রয়েছে একটি বস্তা। আর বস্তার ভিতরে রয়েছে কয়লা, কচুরিপানা আর কিছু কাগজের টুকরো। সেখানে একটি দেয়ালে চাঁনু মিয়া ছবি আঁকছেন। তার ছবি আঁকা দেখতে ভিড় করছেন নানা বয়সি মানুষ। তার এ ধরণের ছবি দেখে সবাই প্রশংসা করছেন।
স্থানীয় বাসিন্দা রবিন সরকার বলেন, আমি ছোট বেলা থেকে দেখে আসছি চাঁনু মিয়া কচুরিপানা ও কয়লা দিয়ে শহরের বিভিন্ন দেয়ালে ছবি আর্ট করে রাখেন। তার ছবি আঁকা খুবই সুন্দর।
টাঙ্গাইল জেলা কালচারাল অফিসার এরশাদ হাসান বলেন, আমি নিজেও দেখেছি চাঁনু মিয়া ভালো ছবি আঁকেন। কেউ যদি চাঁনু মিয়ার দায়িত্ব নিয়ে শিল্পকলা একাডেমি বা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। আমাদের যতটুকু সুযোগ আছে অবশ্যই চেষ্টা করবো তাকে সহযোগিতা করার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত