স্টাফ রিপোর্টার।। জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম জননেতা শফিউল আলম প্রধানের সহধর্মিনী ও কেন্দ্রীয় জাগপা’র সাবেক সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গত রোববার রাতে পঞ্চগড় জেলা শহরের বকুলতলাস্থ জেলা জাগপা কার্যালয়ে মিলাদ মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়। জেলা জাগপার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন জেলা জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, জেলা জাগপা নেতা আব্দুল খালেক, সদর উপজেলা জাগপার সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, জেলা যুব জাগপা নেতা কামরুজ্জামান কুয়েত, শাহিন, তৌফিক হোসেন মুরসালিন, সদর উপজেলা যুব জাগপার সভাপতি আসমত উল্লাহ, সাধারন সম্পাদক সফিয়ার রহমান প্রমূখ।
বক্তারা বলেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম জননেতা শফিউল আলম প্রধানের মৃত্যুর পর পার্টির হাল সহধর্মিনী ও কেন্দ্রীয় জাগপা’র সাবেক সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান। তিনিও পাঁচ বছর আগে চলে গেলেন না ফেরার দেশে। উনারা দুজনেই পঞ্চগড়ের মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। যে কোন অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন, ছিলেন সাধারণ মানুষের পাশে। একমাত্র দলের আদর্শ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের স্মরণ করাই হবে আমাদের একমাত্র কাজ।
স্মরণ সভা শেষে মরহুমা রেহানা প্রধানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। #