স্টাফ রিপোর্টার।। পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান মুক্তা রোববার ও সোমবার পঞ্চগড় পৌরসভার, সদর উপজেলা ও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মালম্বীদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময়কালে বিভিন্ন মন্ডপে আয়োজিত সমাবেশে বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি –জামায়াত আন্দোলন ও ধর্মের নামে গুজব ছড়িয়ে এই সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত অব্যাহত রেখেছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরো বলেন, ‘এটা শুধু আপনাদেরই উৎসব নয়, আমরা যারা বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করি তাদের একটি উৎসব। প্রধানমন্ত্রী প্রতিটা সেক্টরের কথা ভাবেন। সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত ভেঙে দিয়েছে আওয়ামী লীগ সরকার। এখন সব ধর্মের মানুষের মিলনে আমরা আজ এক বাংলাদেশ। একসময় পূজা মণ্ডপের সংখ্যা অনেক কম ছিল, এখন তা বেড়েছে। দেশে এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে। এটা কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামীতে আবার নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহবান জানান।
পূজামন্ডপগুলো পরিদর্শনের সময় তিনি পূজামন্ডপ কমিটির নেতাদের হাতে ব্যক্তিগত অর্থ তুলে দেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতারাসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতার তাঁর সঙ্গে ছিলেন। #