------- রিতু নুর --------
কালের ভাদ্রে হারিয়ে গেছে
হ্যাজাক বাতি,
কারো বাড়িতে জ্বলতে দেখলে
কাটিয়ে দিতাম সারা রাত্রি।
হাতে টেনে লোহার হাতলটা
মুরুব্বিরা দিতো যখন পাম,
মাকে গিয়ে বলতাম দৌড়ে
বিয়ে বাড়িতে যাম।
দাওয়াতের কোন প্রয়োজন নাই,
সেই শৈশবের দিনগুলো
জীবন থেকে ধীরে ধীরে
কোথায় গেল ভাই।
স্নিগ্ধ চাঁদের আলোতে
উজ্জ্বল হ্যাজাক বাতি,
কোলাহল আর খুশিতে
উঠতাম সব বন্ধুরা মাতি।
সাথে নিতাম ডেকে ডেকে কত
খেলার সাথী।
চলতো রাতভর গপ্পো গুজব
নানান কথার ঢেউ সেই দিনগুলো
কোথায় গেল বুঝলাম না কেউ।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং