ইনসান সাগরেদ পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ে গতকাল গভীর রাতেঁ পুলিশি অভিযানে বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়েতের ৮ নেতা কর্মিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতদের পুরনো মামলায় আটক দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।আটককৃতদের মধ্যে ৫ নেতাকর্মী বিএনপির ও ৩ জন জামায়াতের। পঞ্চগড় সদর উপজেলায় আটককৃত হলেন আটোয়ারি উপজেলায় বললামপুর ইউনিয়নের দুওসুও এলাকার বাসিন্দা বিএনপি কর্মি ইউসুফ আলী ও একই ইউনিয়নের চুচুলি বটতলী এলাকার বাসিন্দা জামায়াত কর্মি আবু বক্কর সিদ্দিক।তেঁতুলিয়া উপজেলা আজিজ নগরের বাসিন্দা জামায়াত সমর্থক আহসান হাবীব ও একই উপজেলার টাইয়াগজের বাসিন্দা জামায়াত সমর্থক মো:মনিরুজ্জামান। দেবিগঞ্জ উপজেলায় আটককৃতরা হলেন সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: নাজমুল ও একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির মোশারফ হোসেন। বোদা উপজেলায় আটককৃতরা হলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নুর ইসলাম ওরফে লিটন ও চন্দন বাড়ি ইউনিয়ন ছাত্রদল সদস্য সচিব সোহাগ বাবু।আটককৃতদের বিষয়ে পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন কোন বিশেষ অভিযান নয় নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের পুর্বের মামলা ছিলো বলে জানান তিনি।