1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
বেগম নূর আকতার সরকারের ২য় মৃত্যু বার্ষিকী পালিত পলাশবাড়ীর ঢোলভাঙ্গায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু আহত ২ মহান মে দিবসে ,্ পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের আলোচনা সভা শ্রমিক //  নীলিমা আক্তার নীলা সারা দেশের ন্যায় পলাশবাড়ীতে ও মে দিবস পালিত পঞ্চগড়ে শব্দ সচেতনতা দিবসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সাঘাটায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকান্ড চারটি দোকান পুড়ে ছাই নরসিংদীর ড্রিম হলিডে পার্কে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃ*ত্যু, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিতে ক্ষোভ পঞ্চগড়ের বোদায় শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ পালিত গাইবান্ধায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ৩ ঘন্টা পর উদ্ধার গ্রেফতার ১

হরিপুরে ১৯৬৭-৬৮ সালে নিজ নামে দলিল,১-১-১৯৮৪ সালে জন্ম বয়স কমিয়ে চাকরি,এম এল এস এস পদের কর্মরত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৫৪৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি।।ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মেদিনী সাগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট এমপিও ভুক্ত কলেজের

কর্মরত এম এল এস এস পদের পিয়ন,মোঃ মোস্তফা কামাল পিতা মোঃ আহিরত আলী গ্রাম মেদিনী সাগর ধৌলা হরিপুর, ঠাকুরগাঁও। মোঃ মোস্তফা কামাল তিনি মেদিনী সাগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে এম এল এস এস পদের পিয়ন বর্তমান কর্মরত আছেন। তিনি গত ২৭-০৪-২০০৪ ইং তারিখে নিয়োগ পত্র ও ২৯-০৪-২০০৪ইং তারিখে যোগদান পত্র গ্রহন করিয়া সেই অনুযায়ী এম এল এস এস পদে কর্মরত আছেন, এবং রীতিমত সরকারি বেতন ভাতা গ্রহণ করে যাচ্ছেন, কিন্তুু দেখা যায় যে মোস্তফা কামাল এর জন্ম ১-১-১৯৮৪ সালে, তার জন্ম তারিখের পূর্বে নিজ নামে ১৯৬৭/৬৮ সালের বেশ কয়েকটি দলীল পত্র রয়েছে, তিনি রিতিমত ২৯/২০ বাটওয়ারা ও ১৪৪ ধারা মামলার জবাবের আরজিতে উল্লেখ করেছেন এবং সেই দলিল অনুযায়ী জমি ভোগদখল করে আসছেন, মোস্তফা কামাল এর জন্ম তারিখ ও দলিল পত্রের হিসাবের গর মিল দেখে, গোলাম রাব্বানী বাদী হয়ে গত কয়েক মাস আগে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শরিফুল হক বরাবর একটি অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে দেখা যায় যে মোস্তফা কামাল এর এন আইডিতে জন্ম তারিখ, ০১-০১-১৯৮৪ সাল উল্লেখিত রয়েছে, তার ইনডেক্স নং-৩০০৫৫১৩। ব্যাংক হিসাব নম্বর -১০০১০০৯২১। মোঃ মোস্তফা কামাল ২০০৪ সাল থেকে বর্তমান পর্যন্ত অত্র প্রতিষ্ঠানে এম এল এস এস পদে কর্মরত আছেন এবং রিতিমত এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে তিনি বেতন ভাতা গ্রহণ করে আসছেন, এই বিষয়টি সঠিক পদক্ষেপ নিবেন মর্মে গোলাম রাব্বানী বাদী হয়ে,মোস্তফা কামাল এর বিরুদ্ধে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন সে অভিযোগের ভিত্তিতে বাদী গোলাম রাব্বানী ও বিবাদী মোস্তফা কামালকে নোটিশের মাধ্যমে উপজেলা শিক্ষা অফিসার রায়হানুল হক বুলু মিয়ার অফিস কক্ষে ডেকে দুই পক্ষকে আপস হতে বলেন, সেই খানে বিবাদী মোস্তফা কামাল ১৫ দিনের সময় চেয়ে বলেন যে আমি বাসায় গিয়ে জমি জমার হিসাব মিটমাট করে নিবো, ১৫দিন পেরিয়ে গেলোও এখনো পর্যন্ত কোন সঠিক বিচার পায়নি বাদী গোলাম রাব্বানী,কেন অভিযোগের ভিত্তিতে সঠিক বিচার করেন নি হরিপুর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল হক ও শিক্ষা অফিসার, জানতে চেয়েছেন বাদী গোলাম রাব্বানী, উপজেলা নির্বাহী অফিসার বদলী হয়েছেন, বাদী বলেন,যে,মোস্তফা,কামাল এর জন্ম তারিখ,০১-০১-১৯৮৪ সাল,
কিন্তুু মোস্তফা কামাল এর এন আইডি কার্ডের জন্ম তারিখের পূর্বে বেশ কয়েকটি দলিল ১৯৬৭/৬৮ সালের তার নিজ নামে রয়েছে,জার রীতিমত দলিল নম্বর রেজিস্ট্রার ভলিউম সহ সংরক্ষিত রয়েছে, তিনি মেদনী সাগর মৌজার ১৪০/১৪৫নং,খতিয়ান,ভুক্ত-৪৫১৯-৪৫২০-৪৫৩০-৪৪৯০ গং দাগের বেশ কয়েকটি দলিল ক্রয় সুত্রে ভোগ দখলে রয়েছে, ১নং জাহার দলিল নম্বর -৫৩০১।ক্রয়ের তারিখ,২৬-০৪-১৯৬৭ ইং মোহাম্মদ চুমানুর বরাবর কাছ থেকে ২১ শতক জমি ক্রয় করেছেন।২নং দলিল নম্বর – ৪৭৫৪। ক্রয়ের তারিখ, ০৩-০৪-১৯৬৮ ইং মোহাম্মদ চুমানুর কাছ থেকে ৩৪ শতক জমি ক্রয় করেছেন। ৩নং দলিল নম্বর- ২৭৭১৭- ক্রয়ের তারিখ, ১০-০৪-১৯৭৫/১০-০৩-১৯৭৮ ইং তারিখে আরো দুটি দলিল চুমানু মোহাম্মদ ও মিজানুর রহমান গং এর কাছ থেকে ক্রয় করেছেন এবং মোঃ মোস্তফা কামাল এর নিজ নামে আরো কয়েকটি দলিল রয়েছে বলে জানা গেছে।এবং সেই দলিল অনুযায়ী জমি ভোগদখলে আছেন, তবে বাদী গোলাম রাব্বানী অভিযোগ করে বলেন মোস্তফা কামাল এর জন্ম যদি ০১-০১-১৯৮৪ সালে হয়, তাহলে মোস্তফা কামাল এর নিজ নামে জন্মের পূর্বে বেশ কয়েকটি দলিল কিভাবে হয়, জন্ম তারিখ সঠিক না দলিল সঠিক কোন টা সঠিক তা জানার বিষয় এবং মোস্তফা কামাল চার ভাই এর সবার বড়, তার একটি বড় বোনও রয়েছে তার নাম রমেশা খাতুন, মোস্তফা কামাল এর দুই ছেলে ও এক মেয়ে তার মধ্যে বড় পুত্র সন্তান মোঃ নুর জামান এর এন আইডিতে দেখা যায় তার জন্ম তারিখ ২৫-০১-১৯৯১ সাল উল্লেখিত রয়েছে,আইডি নম্বর -১৯৯১৯৪১৫১৬৭০০০৮৮০, এবং মোঃ মোস্তফা কামাল এর ২য় ছোট ভাই মোঃ মরতুজা আলীর এন আইডিতে দেখা যায়।তার জন্ম তারিখ, ২৩-০১-১৯৭৮ উল্লেখিত রয়েছে ,এন আইডি নম্বর -৯৪০৪৩৪৪৫৯৫৫৬- মোঃ মোস্তফা কামাল এর ৩য় ছোট ভাই মোঃ সুলতান আলীর জন্ম তারিখ, ১৯৮০,সাল উল্লেখিত রয়েছে। তাহলে মোঃ মোস্তফা কামাল এর জন্ম-১-১-১৯৮৪ সালে নয় বয়স কমিয়ে নেওয়া হয়েছে, যেহেতু জন্মের পূর্বে বেশ কয়েকটি দলিল মোস্তফা কামাল এর নিজ নামে রয়েছে,ক্রয়ের,তারিখ-১৯৬৭-১৯৬৮-১৯৭৫-১৯৭৮ সালে মোঃ মোস্তফা কামাল এর নিজ নামে দলিল সমুহ ভলিউম সহ সংরক্ষিত রয়েছে।তাহলে মোঃ মোস্তফা কামাল এর দলিল অনুযায়ী বুঝানো যায় তার জন্ম ১৯৬৫ সালে হয়েছে। তার দলিল অনুযায়ী মোঃ মোস্তফা কামাল এর জন্ম ১৯৮৪ সালে হয় নি, যদি তার জন্ম ১৯৮৪ সালে সঠিক হয়,তাহলে তার বড় পুত্র মোঃ নুর জামান,এর,জন্ম,২৫-০১-১৯৯১ কি ভাবে হয়, বাবা ও ছেলের ৭বছর কম বেশি হচ্ছে, তাহলে মোঃ মোস্তফা কামাল ৭বছরে কিভাবে বিয়ে করলেন মোস্তফা কামাল সেই হিসেবে সাত বছরের শিশু, মোছাঃ নুর জাহান কে বিয়ে করলেন কি ভাবে,বড় পুত্র মোঃ নুর জামান এর বয়স ২৫-০১-১৯৯১ সাল অনুযায়ী মোস্তফা কামাল ৭বছরের ছোট শিশু। তাহলে মোস্তফা কামাল এর জন্ম কত তারিখে হয়েছে জানার বিষয়, মোস্তফা কামাল সরকারি অর্থ অবৈধ ভাবে হরণ করার জন্য জন্ম নিবন্ধন ও ভোটার আইডিতে বয়স কমিয়ে অবৈধ পথে সরকারি অর্থ হরণ করে জাচ্ছেন এই বিষয়ে মোস্তফা কামালকে প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দেন নি মোস্তফা কামাল এর পিতা আহিরত আলী কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমার ৪পুত্র সন্তান ও এক মেয়ে, মোস্তফা কামাল আমার বড় পুত্র সন্তান তার জন্ম, দেশ স্বাধীন হওয়ার পূর্বে হয়েছে, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন এই বিষয়ে আমি তেমন কিছু জানি না,বাদী,গোলাম রাব্বানী বলেন মোস্তফা কামাল এর জন্ম তারিখ সঠিক না দলিল সঠিক, এর সমস্ত কাগজপত্র ও দলিল পত্র সঠিকভাবে যাচাই বাছাই করিয়া আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য জরালো দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং