1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে ব্রিজের অ্যাপ্রোচে ফাটল পরিদর্শণে ঠিকাদার প্রতিষ্ঠানের ৫ সদস্যের প্রতিনিধি দলঘোড়াঘাটে ব্রিজের অ্যাপ্রোচে ফাটল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১২৭ বার পড়া হয়েছে

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলার সিংড়া ইউনিয়নের কামানডুবা ঘাটে নির্মিত ব্রিজের অ্যাপ্রোচে ফাটল স্থান ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনিক কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড ও মেসার্স খান এন্টারপ্রাইজ অ্যান্ড আরএস এন্টারপ্রাইজ এর ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ২৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে পরিদর্শণ করেছেন ।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের কামানডুবা ঘাটে নির্মিত ব্রিজটির নির্মাণের ৫ মাসের মধ্যেই দু’পাশের অ্যাপ্রোচে ফাটল ও ধসে পড়ে ব্রিজটির দু’পাশের ব্লক এবং দুপাশের হ্যারিং বন্ড রাস্তা অনুপযোগী হয়ে পড়ে।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজস কর্মসূচির আওতায় বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৭২ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডার ব্রিজটি ৪ কোটি ৪১ লাখ ৫৬ হাজার ৩৩৯ টাকা চুক্তি মূল্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনিক কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড ও মেসার্স খান এন্টারপ্রাইজ অ্যান্ড আরএস এন্টারপ্রাইজ ২০২০ সালের ৩০ জুলাই কাজ শুরু করে। কার্যাদেশ অনুযায়ী ২০২২ সালের ৫ মার্চ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিজটির নির্মাণ কাজের সময় বর্ধিত করে নিয়ে ২০২৩ সালের জুন মাসে নির্মাণ কাজ শেষ করে।

সরেজমিনে দেখা গেছে, ব্রিজের গাইড ওয়াল নির্মাণের কাজ, কোন প্রকার ভিত্তি না বসিয়ে আলগা মাটিতে ওয়াল নির্মাণ, ব্রিজের নিচ থেকে মাটি খনন, ব্রিজের দু’ধার ও রাস্তা নির্মাণে মাটি দাবানোর জন্য সঠিক ভাবে রোলার ব্যবহার না করায় বর্ষা মৌসুমে আলগা মাটি দেবে গিয়ে ধসে পড়ে ব্রিজের দু’পাশের বসানো ব্লক গুলো। ব্রিজের দুই পাশে নির্মিত হ্যারি বন্ড দেবে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

ব্রিজটির নিম্নমানের কাজ করা হয। স্থানীয়রা ব্রিজ নির্মাণকালীন সময় ঠিকাদারের লোকজন ও উপজেলা প্রকৌশল কার্যালয়ের কর্মকর্তাদের নিকট এ বিষয়ে একাধিকবার অভিযোগ করা হলেও তারা দায়িত্বে অবহেলা করে নিম্নমানের কাজ করে। এ বিষয়ে নির্মাণকালীন সময়ে স্থানীয়দের ্অভিযোগ,সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে মানববন্ধনের সংবাদ প্রকাশ হয়। এর পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিম্নমানের কাজ সম্পন্ন করে।

এ ব্যাপারে ঘোড়াঘাট উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলাম বলেন, ফাটল স্থান ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনিক কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড ও মেসার্স খান এন্টারপ্রাইজ অ্যান্ড আরএস এন্টারপ্রাইজ এর সাইট সুপারভাইজার মোঃ মেহেদী হাসান ও ম্যানেজার জনিসহ ৫ সদস্যের একটি দল আজ বৃহস্পতিবার সকালে পরিদর্শণ করেছেন।

এই ব্রিজের কাজের জামানতের বিল এখনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রদান করা হয়নি। আমারা জামানতের টাকা ফেরত দেওয়ার আগেই সব ঠিক ভাবে বুঝিয়ে নিবো। তিনি আরও জানান, বিষয়টি সরেজমিনে তদন্ত পূর্বক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ ঠিকাদার প্রতিষ্ঠানকে অবগত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং