1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

নানা আয়োজনে পঞ্চগড়ে উদীচীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। ‘‘সংস্কৃতির সংগ্রামে দ্রোহের দীপ্তি, মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি’’ এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীল ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার বিকালে জেলা উদীচী শাখার উদ্যোগে অফিস চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে আবার সেখানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় শিশুদের জন্য কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসভা, পুরস্কার বিতরণী ও র্সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা উদীচীর সভাপতি মো. শফিকুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, ‘‘দেশে ব্যাপক হারে অবকাঠামোগত উন্নয়ন সাধিত হলেও মানুষের মানবিক ঋদ্ধির দিকে খুব একটা নজর দেওয়া হয়নি। প্রতিবছর বাজেটে সংস্কৃতি খাতের বরাদ্দ ধারাবাহিকভাবে কমছে। ধর্মব্যবসা, মৌলবাদকে রুখতে হলে ও মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষিত মানবিক বোধসম্পন্ন তরুণ প্রজন্ম গড়তে হলে সাংস্কৃতিক জাগরণের বিকল্প নেই। এ দেশে যে অরাজকতা ও নৈরাজ্য চলছে তা থেকে মুক্তির উপায় সাংস্কৃতিক সংগ্রামকে বেগবান করে রাজনীতির ইতিবাচক পরিবর্তন সাধিত করা। এবারের প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের স্লোগান নির্ধারণ করা হয়েছে, ‘সংস্কৃতির সংগ্রামে দ্রোহের দীপ্তি, মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি’।, রাজনীতির মাঠে একদল সরকারে টিকে থাকা, আরেক দল সরকারে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। এমন রাজনৈতিক টানাপোড়েনের ভেতর দিয়ে সাম্রাজ্যবাদী ও সম্প্রসারণবাদী দেশগুলো ফন্দি আঁটছে বিভিন্ন সুযোগ-সুবিধা আদায়ের। শুধু রাজনীতি নয়, অন্য খাতেও আজ এক ভয়ানক ক্রান্তিকাল অতিক্রম করছে জাতি।’’
জেলা উদীচীর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান, অবসরপ্রাপ্ত সরকারি কলেজ শিক্ষক হাসনুর রশিদ বাবু, জেলা পরিষদ সদস্য আকতারুন নাহার সাকী, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক নূরনবী জিন্নাহ, আমিনুন নাহার পিয়া, শাহজামাল সরকারসহ উদীচীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, বোদা উপজেলা শাখা শোভাযাত্রা ও আলোচনার সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং