স্টাফ রিপোর্টার।। বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে জেলায় সাধারণ মানুষের কোন সাড়া নেই। দেশের একমাত্র চুর্তদেশীয় বাংলাবান্ধা স্থরবন্দরেও হরতালের প্রভাব পড়েনি। সেখানে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ছিল। এদিকে, সকালে জেলার বোদা উপজেলা সদরে বিএনপি হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটের নেতৃত্বে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে।
রোববার ভোর ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ডাকা হরতালের ডাক দেয় বিএনপি। হরতালের সমর্থনে পঞ্চগড় শহরের রাস্তায় বিএনপির কোন নেতাকর্মীকে দেখা যায়নি। জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করছেন। পুলিশ এই কার্যালয়টি ঘিরে রেখেছে।
দুপুর পর্যন্ত তিনটি ট্রেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। রিকশা-ভ্যান, অটো রিকশা, ট্যাম্পুসহ স্থানীয় কিছু যান চলাচল করতে দেখা গেলেও আন্ত:জেলা বাস, ট্রাক ও দূরপাল্লার বাস চলাচল করতে দেখা যায়নি। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। স্কুল কলেজ খোলা ছিল তবে শিক্ষার্থী না থাকায় ক্লাস হয় হয়নি। প্রধান সড়কের পাশের কিছু দোকানপাট বন্ধ থাকলেও কাচা বাজারসহ বাজারের ভেতরের সব দোকানপাট খোলা ছিল। #
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং