ফজলার রহমান পলাশবাড়ী (গাইবান্ধা) থেকেঃ-বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন।
৩১ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় পুলিশ সুপার পলাশবাড়ী রংপুর ঢাকা জাতীয় মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, রেড পয়েন্ট সমুহ পরিদর্শন করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি ও জামায়াতের ডাকা দেশ ব্যাপি টানা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে গাইবান্ধার পলাশবাড়ী থানার রংপুর ঢাকা জাতীয় মহাসড়কের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যবেক্ষণে আসেন জেলা পুলিশ সুপার কামাল হোসেন।
এসময়, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, থানার অফিসার ইনচার্জ আরজু মো: সাজ্জাদ হোসেন,টি আই মঞ্জু, পলাশবাড়ী পৌর সভার প্যানেল মেয়র আব্দুস সোবহান বিচ্চুসহ অনেকেই উপস্থিত ছিলেন।