ক্রীড়া প্রতিবেদক।।আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর টানা ৫ ম্যাচে হেরেছে টাইগাররা। অন্যদিকে প্রথম দুই ম্যাচ জিতে শুরু করেছিল পাকিস্তান। এরপর টানা চার ম্যাচে হেরেছে বাবর আজমের দল। হারের বৃত্তে বন্দী দুই দল এবার মুখোমুখি হচ্ছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে নামবে দুই দল। এই ম্যাচে বাংলাদেশ দলে খুব একটা পরিবর্তনের সম্ভবনা নেই। সর্বোচ্চ একটা জায়গায় পরিবর্তন আসরে পারে। শেখ মেহেদির জায়গায় নাসুম খেলতে পারেন। তবে সেই সম্ভাবনাও খুবই কম। উইকেট খুব বেশি স্পিন সহয়ায়ক না হলে মেহেদির খেলার সম্ভাবনাই বেশি।
এদিকে পাকিস্তানের একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। চোট পাওয়া ওপেনার ফখর জামান পুরো ফিট হয়ে ওঠেছেন। বাজে সময় পার করা ইমাম উল হকের জায়গায় ফিরতে পারেন তিনি। তবে শাদাব খান এখনো ফিট নন, তাই উসামা মীরের আরেকটা সুযোগ আসতে পারে। এদিকে মোহাম্মদ নাওয়াজ জায়গা হারাতে পারেন। সেখানে ফিরতে পারেন সালমান আলী আগা।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)- লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
পাকিস্তানের একাদশ (সম্ভাব্য)- আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক/ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, উসামা মীর, মোহাম্মদ নেওয়াজ/সালমান আলী, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং