স্টাফ রিপোর্টার।। গরুর আধুনিক খামারে জীব নিরাপত্তা এবং জুনোটিক ও আন্ত:সীমান্তীয় প্রাণিরোগ নিয়ন্ত্রণ শীর্ষক খামারীদের দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে। জুনোসিস ও আন্ত:সীমান্তীয় প্রাণি রোগ প্রতিরোধ ও গবেষণা প্রকল্পের সহযোগিতায় তেঁতুলিয়া উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে প্রাণি সম্পদ গবেষণা ইন্সটিউিটির মহা পরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ভাইরাসজনিত কিছু রোঘ আছে যা প্রাণি সম্পদের মধ্যে বিশেষ করে গরু মহিষ ও ছাগলের মধ্যে প্রাণির মাধ্যমে অন্য প্রাণির দেহে প্রবেশ করে। এর মধ্যে রয়েছে খুরা রোগ, ল্যাম্পি স্কিন রোগ। সীমান্ত এলাকার খামারীদের জন্য যা বিপদজ্জনক। সীমান্ত এলাকায় অন্যদেশের প্রাণির মাধ্যমে এসব রোগ আমাদের দেশে ছড়িয়ে পড়ে। এটা যেন না হয় সেজন্যই এ প্রশিক্ষণ।
প্রকল্পের পরিচালক ড. মুহাম্মদ আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম।
কর্মশালায় সীমান্ত এলাকার ৩০ জন গরুর খামারী অংশ নিচ্ছেন। #
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং