ঝড় প্রতিবেদন।।নিউ ইয়র্কের জ্যামাইকায় সংগীতশিল্পী বেবি নাজনীনের একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ অক্টোবর জ্যামাইকায় মেরি লুইস একাডেমি মিলনায়তনে এ সংগীত সন্ধ্যার আয়োজন করে জামালপুরবাসী, নিউ ইয়র্ক।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন টেলিভিশন ব্যক্তিত্ব ও জনপ্রিয় উপস্থাপক কানাডা প্রবাসী খন্দকার ইসমাইল। গানের ফাঁকে ফাঁকে তিনিও দর্শকদের মাতিয়ে রাখেন তার কথায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আজকাল সম্পাদক ও গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট আলী চৌধুরী, মূলধারার রাজনীতিক অ্যাটর্নি মঈন চৌধুরী, খানস টিউটোরিয়ালের চেয়ারম্যান নাঈমা খান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবিব, কাজী আজম, সৈয়দ রাজী, মোহাম্মদ হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের পক্ষে আহ্বায়ক বেলাল আহমেদ। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক।
অনুষ্ঠানে বেবি নাজনীন ১২টি জনপ্রিয় সংগীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন। এছাড়াও প্রবাসের সংগীতশিল্পী রানো নেওয়াজ, অ্যাটর্নি মঈন চৌধুরী, ইবরার টিপু ও মোস্তফা অনিক রাজ সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক ছিলেন আবু বকর সিদ্দিক। সদস্য সচিব ছিলেন সাইফুল ইসলাম ও প্রধান সমন্বয়কারী ছিলেন আকতার হোসেন।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং