স্টাফ রিপোর্টার ।। পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার এসআই কাইয়ুম আলী। শনিবার সকালে পঞ্চগড় পুলিশ লাইন্স’র ড্রিল শেডে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে ক্রেস্ট তুলে দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম। এ সময় পঞ্চগড় জেলা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক আনোয়ার সাদাত সম্রাট, সদস্য সচিব হাসনুর রশীদ বাবুসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
‘পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্য নিয়ে শনিবার পঞ্চগড়ে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।
এ উপলক্ষে সকালে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে এসে শেষ হয়। পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। #
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং