ফজলার রহমান গাইবান্ধা থেকেঃ-গাইবান্ধার পলাশবাড়ীতে মোটর পরিবহন ইউনিয়নের আয়োজনে
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর শনিবার বিকেলে পলাশবাড়ী, গাইবান্ধা জেলা বাস,মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (৪৯৪) আয়োজনে পলাশবাড়ী পৌরসভার প্যানেল মেয়র ও মোটর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান বিচ্ছুর সভাপতিত্বে, দেশব্যাপী বিএনপি -জামায়াত কতৃক হত্যা,অগ্নিসংযোগ, বোমা হামলা, নাশকতা ও হরতালে শ্রমিক হত্যা,নির্যাতন,যানবাহন ভাংচুর এবং সন্ত্রাসের প্রতিবাদে পলাশবাড়ী মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পলাশবাড়ীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণশেষে চৌমাথা মোরে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর মেয়র এবং পলাশবাড়ী মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের বারংবার নির্বাচিত সাধারণ সম্পাদক জননেতা জনাব গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। এ সময় তিনি বলেন, বিএনপি জামায়েত হরতাল অবরোধের নাম করে দেশে বারবার অরাজগতা সৃষ্টি করছে এবং পরিবহনে অগ্নি সংযোগ করে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যার চেষ্টা সহ পেট্রোল বোমা নিক্ষেপ করে পরিবহন জ্বালাও পোড়াও এর মাধ্যমে একের পর এক দেশের সম্পদ বিনষ্ট করেই চলছে। আমরা এই হরতাল অবরোধ মানিনা মানবোনা! জামায়াত বিএনপি'র সন্ত্রাস এবং নাশকতাকারীরা যদি এরপর থেকে আরেকটি গাড়িতেও অগ্নি সংযোগের মাধ্যমে মানুষকে পুড়িয়ে মারার চেষ্টা করে আমরা শ্রমিকরা তা কঠোর হস্তে দমন করবো।
সংগঠনের সভাপতি আব্দুস সোবহান বিচ্ছু তার বক্তব্য বলেন, ইতিমধ্যেও জামাত বিএনপি হরতাল অবরোধ এর নাম করে একজন পুলিশকে হত্যা করা সহ অসংখ্য পরিবহনে অগ্নি সংযোগ এবং একের পর এক নাশকতা করেই চলছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এরপর যদি হরতাল অবরোধের নামে আরেকটি পরিবহনেও আগুন দেওয়া হয় সেক্ষেত্রে শ্রমিকরা সেই সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করবে।
আমরা হরতাল অবরোধের নামে দেশে আর কোন অরাজকতা চাই না। সেই সাথে হরতাল অবরোধের নামে বিএনপি জামাত কতৃক পরিবহনের সাথে আরেকটি শ্রমিকেরও যদি কিঞ্চিৎ পরিমাণ ক্ষতি হয় সেক্ষেত্রে সারা দেশের শ্রমিকদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সন্ত্রাসীদের দমন করা হবে।
এসময়, গাইবান্ধা জেলা বাস,মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (৪৯৪) শত শত নেতাকর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং