হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।ঠাকুরগাঁওয়ের হরিপুরে সমাজের বাধা-বিপত্তি অতিক্রম করে বিভিন্ন ক্ষেত্রে সাফলতা অর্জন করেছেন পাঁচজন সফল জয়িতা নারী উদ্যোক্তা। দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর উপস্থিতি ক্রমান্বয়ে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে। দেশের উন্নয়নের লক্ষ্যমাত্রার ক্ষেত্রে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে হরিপুর উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের জয়িতা অন্বেষণে এই পাঁচ নারী সম্মাননা ক্রেস্ট ও সনদ পেয়েছেন। এরা হলো- হরিপুর উপজেলার রহমতপুর গ্রামের তফিজুল ইসলামের স্ত্রী মারুফা খাতুন, তিনি গ্রামের মানুষের বাড়িতে কাজ করে ও হাঁস-মুরগি পালন করে দারিদ্র্যকে জয় করে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করেছেন। মহেন্দ্রগাঁও গ্রামের কৃষ্ণচন্দ্রের স্ত্রী গীতা রানী রায়, বিয়ের পিঁড়িতে না বসে গ্রামের মানুষের ছেলে-মেয়েদের প্রাইভেট পড়িয়ে ওই টাকা দিয়ে এসএসসি, এইচএসসি ও বিএ পাস করে ২০২২ সালে শিশুডাঙ্গী উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়ে তিনি শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন। ঢাকদহ গোপালপুর গ্রামের জসিম উদ্দিসের স্ত্রী নিলুফা ইয়াসমিন, বাড়িতে গবাদি পশু পালন করে তার তিন ছেলেকে উচ্চশিক্ষিত করে চাকরি করে দেশের কল্যাণে কাজ করছেন তিনি একজন সফল জননী। চরভিটা গ্রামের নুরুল ইসলামের মেয়ে সোনালী পারভীন স্বামী পরিত্যক্ত হওয়ার পর নতুন উদ্যমে জীবন শুরু করে নিজ প্রচেষ্টায় এমএ পাস করে তিনি এখন চরভিটা শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নন্দগাঁওডাঙ্গী গ্রামের চিত্রশীলের স্ত্রী শান্ত রানী শীল সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় তিনি এলাকায় প্রশংসিত হয়েছেন। তাদের এই সাফল্য গ্রামের পিছিয়ে পড়া নারীদেরকে উৎসাহ যুগিয়েছেন।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং