ঠাকুরগাঁও প্রতিনিধি।। ‘সংস্কৃতির সংগ্রামে দ্রোহের দীপ্তি, মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি’ শ্লোগান কে ধারন করে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার বিকেলে অপরাজেয়‘৭১ এ অনুষ্ঠানের আয়োজন করে উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদ। শুরুতেই চারটি বিভাগে স্বপ্ন, প্রকৃতি, স্বদেশ ও সংগ্রাম বিষয়ের উপর চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জাতীয় ও সাংগঠনিক পতাকা উড়িয়ে জাতীয় ও সাংগঠনিক সংগীতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলার বিশিষ্ট মৃৎশিল্পী গগণ পাল । এসময় ১৯৫০ খৃস্টাব্দের রাজশাহী কারাগার খাপড়া ওয়ার্ডসহ পঁচাত্তরের ৩রা নভেম্বর জেল হত্যাকান্ডের সকল শহীদ স্মরণে অপরাজেয়‘৭১ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও একমিনিট নিরবতা পালন করা হয়। জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সেতারা বেগমের সভাপতিত্বে আলোচনা পর্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, কোষাধক্ষ ননী গোপাল বর্মন, প্রস্তুতি পর্ষদের আহবায়ক আবু বক্কর সিদ্দিক প্রমূখ।
পরে চিত্রাঙ্কণ প্রতিযোগিতার ১২ জন বিজয়ীর মাঝে পুরস্কার তুলে দেন নেতৃবৃন্দ। শেষে গণসংগীত, ও আবৃত্তি পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং