মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ দেশব্যাপী বিএনপি ও জাতায়াত-এর আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দিনাজপুর জেলা ১৪ দল আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর ২০২৩ রবিবার সকাল ১১টায় দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড প্রাঙ্গণে জেলা ১৪ দল আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে সূচনা বক্তব্য রাখেন ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা ১৪ দলের সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মোঃ ফরিদুল ইসলাম, মোঃ বজলুল হক, যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ, শাহ মোঃ রফিকুল ইসলাম, কামরুল হুদা হেলাল, শিল্প ও বাণিজ্য সম্পাদক মোঃ আক্তারুজ্জামান জামান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহজাহান নোভেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সৈয়দ সালাউদ্দিন দীলিপ, জেলা ১৪ দলের সদস্য সচিব ও জাসদের সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য মোঃ হবিবর রহমান, আওয়ামী লীগ নেতা মোঃ আশরাফ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শামীম আলম সরকার বাবু, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনসুরুল হোসেন ডাবলু, পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তারিকুন বেগম লাবুন, জেলা তাঁতীলীগের সদস্য সচিব শামসুল হুদা শান্ত, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিফাত রহমান লিমন, আশরাফুল আল্লামিস সালাম, মেডিকেল কলেজ ছাত্রলীগের ডাঃ রাজ কুমার রায়, জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মোঃ মমিনুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক, সাবেক মহিলা এমপি সুলতানা বুলবুলসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ ও জেলা ১৪ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাঃ মনিরুজ্জামান জুয়েল ও সেলিম আক্তার চৌধুরী। উক্ত শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে গত সাড়ে ১৪ বছরে যে সকল উন্নয়ন হয়েছে তা বিগত বিএনপি জামায়াত জোট সরকারের আমলে কোন উন্নয়ন হয়নি। বিএনপি জামায়াত দেশব্যাপী যে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে চলেছে, বাসে আগুন দিচ্ছে, মানুষ পুড়িয়ে মারছে এমন নেক্কারজনক ঘটনা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বেই হবে।