ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃগাইবান্ধা পলাশবাড়ীর সীমান্তবর্তী মাঠের বাজারের গুরুত্বপূর্ণ স্থানে গাইবান্ধা সদর থানা ও পলাশবাড়ী থানা পুলিশ যৌথ টহল অব্যাহত রেখেছেন।
৫ নভেম্বর রোববার বিকেলে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে যে কোন নাশকতা ঠেকাতে মাঠের বাজারে সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মাসুদ রানা ও পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশকে টহল দিতে দেখা যায়।
জামায়াত বিএনপির ডাকা হরতাল অবরোধকে কেন্দ্র করে যদি কোন নাশকতা, সহিংসতা কিংবা অরাজকতা সৃষ্টি করে সেক্ষেত্রে জেলা পুলিশের আহবানে তা কঠোর হস্তে দমন করা হবে।জনগণের জান মাল নিরাপত্তার জন্য এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে যেনো কোন ধরনের বিঘ্ন না ঘটে এজন্য সব জেলার গুরুত্বপূর্ণ সকল রাস্তায় পুলিশ সতর্ক অবস্থানে আছেন বলে জানান,সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মাসুদ রানা ও পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন।