1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
সোমবার, ০৫ মে ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :

কোরাল বিক্রি হলো মাত্র ৯ হাজার টাকায়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৯৫ বার পড়া হয়েছে

হাতিয়া প্রতিনিধি ।।নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ধরা পড়া ৯ কেজি ওজনের একটি কোরাল মাছ ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। এ সময় ৭ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ৪ হাজার টাকায় বিক্রি করা হয়। সারোয়ার হোসেন নামে এক জেলের জালে মাছ দুটি ধরা পড়ে।

গত ৭ নভেম্বর সন্ধ্যায় উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের নামার বাজারের কেফায়েত মৎস্য আড়তে মাছ দুইটি নিলামে বিক্রি করা হয়।

জানা গেছে, সারোয়ার হোসেন নামে এক জেলে মেঘনা নদীতে মঙ্গলবার বিকেলে জাল ফেলেন। এ সময় জালে বিশাল আকৃতিরি কোরাল ও পাঙাশ মাছ দুইটি ধরা পড়ে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের নামার বাজারের কেফায়েত মৎস্য আড়তে নিয়ে আসলে মাছ দুইটি ১৫ হাজার টাকায় বিক্রি হয়। ৯ হাজার টাকায় কোরাল মাছটি কামাল ব্যাপারি এবং ৪ হাজার টাকায় পাঙাশ মাছটি কিনে নেন হুমায়ুন ব্যাপারি। 

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, মেঘনায় বড় বড় পাঙাশ ও কোরাল পাওয়া যাচ্ছে। আমরা আশা করছি জেলেরা বড় আকৃতির মাছ আরও বেশি বেশি পাবেন। মৎস্য সংরক্ষণে সরকারের দেওয়া বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করায় নদী ও সাগরে বড় আকৃতির মাছের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং