1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
উত্তর বঠিনায় শিক্ষার নামে প্রতারণা: ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দুর্নীতি-অনিয়মে নাকাল বিদ্যালয়! সাবেক যুবদল নেতা আনোয়ার হোসেনের অভিযোগ: রাজনীতিতে অবদানের পরও বঞ্চনার শিকার! বাংলাদেশ প্রেসক্লাব পলাশবাড়ি উপজেলা শাখা কার্যালয়ের উদ্বোধন ও দ্বি-বার্ষিক সম্মেলন নলছিটিতে জনতার হাতে ডাকাত সদস্য আটক সাদুল্লাপুরে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি!! থানায় মামলা করলে প্রাননাশের হুমকি প্রদান পীরগঞ্জে আপন মামা’র বিরুদ্ধে মামলা করে নিরাপত্তাহীনতায় ভাগিনার পরিবার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু আওয়ামী মিডিয়া ডনদের গ্রেফতার করতে হবে- রাশেদ প্রধান নৌকার সময় নৌকা ধানের সময় ধান পঞ্চগড়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন

ঠাকুরগাঁও-২ আসন: আওয়ামী লীগে এগিয়ে সুজন, বিএনপিতে কে?

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৩৫ বার পড়া হয়েছে

ঝড় প্রতিবেদন ।। সীমান্তঘেঁষা বালিয়াডাঙ্গী, হরিপুর উপজেলা ও রাণীশংকৈল উপজেলার আংশিক নিয়ে গঠিত ঠাকুরগাঁও ২ আসন। এই আসনটিকে বলা হয় আওয়ামী লীগের দুর্গ। এখানে টানা পাঁচটি নির্বাচনেই আওয়ামী লীগের টিকিটেই এমপি হয়েছেন আলহাজ্ব মো. দবিরুল ইসলাম। এবার তিনি ছাড়াও মনোনয়ন নিয়ে আশাবাদী স্থানীয় কিছু নেতা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন প্রত্যাশীরা হলেন – বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মো. দবিরুল ইসলাম, তাঁর বড় ছেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের টানা দুইবারের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ভাষাসৈনিক মো. দবিরুল ইসলামের ছেলে ছাত্রনেতা আহসান উল্লাহ ফিলিপ, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলী আসলাম জুয়েল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের কার্যনির্বাহী সদস্য মো. মোজাহারুল ইসলাম মেহেদী।

তবে প্রার্থীদের মধ্যে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজনের জনপ্রিয়তা এখন সবার র্শীষে।

স্থানীয়রা জানান, গত দুটি সংসদ নির্বাচন তার বাবা বিজয়ী হলেও অসুস্থতার কারণে উন্নয়ন এবং সার্বিক মানুষের সেবার কাজ তার বড় ছেলে মাজহারুল ইসলাম সুজনকে দিয়ে পরিচালনা করে আসছেন। এছাড়াও রাজনৈতিক ও সামাজিক কাজে নিজেকে যুক্ত রেখেন সুজন ইতিমধ্যে তরুণদের আইডল হিসেবে পরিণত হয়েছেন। মানবিক কাজগুলো চলমান রাখায় সাধারণ মানুষ তাকে এখন মানবতার ফেরিওয়ালা হিসেবেও আখ্যা দিয়েছেন।

দুই যুগের বেশি সময় ধরে আওয়ামী লীগের দখলে থাকায় এই আসনে বিএনপি কিছুটা অগোছালো। বেশিরভাগ সময় জামায়াতের সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম লড়াই করলেও স্থানীয় বিএনপি নেতারা চান এই আসনটিতে মির্জা ফখরুল বা তার পরিবারের কেউ লড়াই করুক। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন উপজেলা বিএনপির সহ সভাপতি ডা. আব্দুস সালাম। এছাড়াও জামায়াতের পক্ষে জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিমের নাম শোনা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত