1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোট চুরিতে জড়িত কর্মকর্তারা এখনো বহাল, এদের সংস্কার ছাড়া নির্বাচন নয় : মাওলানা ইকবাল হোসাইন প্রকাশ পেল প্রিয়া অনন্যা ও নিলয়ের ‘তুমি আমি রাজি’ রুহিয়া থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত আনিস কে বিয়ে করতে দিলো না পুলিশ দীর্ঘ ১৬ বছর পর তেঁতুলিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন।।  রঞ্জু সভাপতি শাহীন সম্পাদক নির্বাচিত ঘোড়ার ঘূর্ণি প্রশ্ন //  সাইফুল ইসলাম সরকার পীরগঞ্জ প্রেসক্লাবকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট : থানায় তিন সাংবাদিকের এজাহার ঠাকুরগাঁওয়ে জাকজমক আয়োজনে টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু ভবানীগঞ্জ সরকারি কলেজের ভূগোল বিভাগের প্রধানের বিদায় ও সংবর্ধনা  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়ন লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা

হরতাল-অবরোধ দিয়ে বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে বাধাগ্রস্থ করা যাবে না -দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম এমপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৬৬ বার পড়া হয়েছে

মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি // বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বাধা সৃষ্টি করতে ১৯৭৫ সালে তাঁকে সহপরিবারে হত্যা করেছিল। সেই খুনিদের অনুসারীরা আবারও মাথা চারা দিয়ে উঠেছে। হত্যা-অবরোধ ও নাশকতা সৃষ্টি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধা সৃষ্টি করছে। কিন্তু বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনা এদেশের মানুষকে উন্নয়নের দারপ্রান্তে পৌঁছে দিয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর-২০২৩) দুপুরে ৩৫ লাখ টাকা ব্যয়ে কুটিবাড়ীস্থ দিনাজপুর বিজিবি সেক্টর সদর দপ্তর সংলগ্ন শহীদ কর্নেল কুদরত ইলাহী পাবলিক স্কুল ও কুঠিবাড়ী বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্বের অনেক রাষ্ট্র প্রধানের অনুসরনীয় ও অনুকরনীয় ব্যক্তিতে পরিণত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের উন্নয়ন। হরতাল-অবরোধ দিয়ে বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে বাধাগ্রস্থ করা যাবে না। ২০০৮ সালে নির্বাচনের ইশতিহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশের জীবন মানের উন্নয়ন করা হবে। এরই সূত্র ধরে তথ্য প্রযুক্তির সর্বাত্মক ব্যবহার নিশ্চিত করে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এখন গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়েছে। প্রত্যন্ত অঞ্চলের স্কুল-কলেজ, মাদ্রাসায় আধুনিক জ্ঞান-বিজ্ঞান বিকাশে তথ্য প্রযুক্তির পরিচয় আজ বিদ্যমান।
তিনি নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তির শিক্ষায় আলোকিত হতে হবে।
দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার উপ-পরিচালক ও স্কুলের সভাপতি কর্নেল রাশেদ আসগরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিবির দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক, পরিচালক লে. কর্নেল আহসান উল ইসলাম ও শহীদ কর্ণেল কুদরত ইলাহী পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোছাঃ মাছুমা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষক মোঃ শওকত আলম সাখিদার।
অনুষ্ঠানে উপ-সচিব মোরারজী দেশাই বর্মন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী প্রমুখ প্রমুখ উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং