স্টাফ রিপোর্টার।। চাঁপাইনবাবগঞ্জে অবিস্ফোরিত ৫টি ককটেল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন র্যাব-৫। গতরাত ১ টায় দিকে সদর উপজেলার রানীহাটি কুথানীপাড়া গ্রামে সিমেন্টের ব্যাগে থাকা অবস্থায় ককটেল গুলো উদ্ধার করা হয়।
আজ সকালে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৫।র্যাব-৫ জানায় চলমান রাজনৈতিক সহিংসতায় দুষ্কৃতি ও নাশকতাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত আছে। বিরাজমান পরিস্থিতি মোকাবিলায় জনগনের জানমাল রক্ষায় র্যাব সদস্যদের সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রমকে তরান্বিত করছে।
এ ব্যপারে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধারকৃত বোম সাদৃশ ককটেল সমূহ জিডি মূলে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।