স্টাফ রিপোর্টার।। পঞ্চগড় জেলার সদর উপজেলার পুকুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস ও উপজেলা প্রশাসন প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে জার্সি ও পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার।
প্রতিযোগিতার দুটি বিভাগে ১০ টি ইভেন্টে ৮০জন শিক্ষার্থী অংশ নেয়। #