স্টাফ রিপোর্টার।। তেঁতুলিয়ায় শীতের শুরুতেই হাজারও শিশুর শীতের নতুন জামা দিয়ে হাসি ফুটালো শিশুস্বর্গ। শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপিরিয়ালের বাস্তবায়নে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ২শ শিক্ষার্থীদের মাঝে শীত জামা হুডি, স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করে শিশুস্বর্গ ফাউন্ডেশন।
একই সাথে দিনব্যাপি বিনামূল্যে চক্ষু পরীক্ষা সেবা ও ডেঙ্গু ও ডায়াবেটিস সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, লায়ন্সের পাস্ট কাউন্সিল চেয়ারম্যান ও ফেলো অফ চার্টার্ড একাউন্টেন্ড (এফসিএ) লায়ন স্বদেশ রঞ্জন সাহা, তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, আব্দুর রাজ্জাক, শিক্ষক আকরাম হোসেন জাকারিয়া ও শিশু স্বর্গ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পরিচালক কবির আকন্দ। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপিরিয়াল, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস, শিশুস্বর্গের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, স্থানীয় গণমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ও এর প্রতিষ্ঠাতা কবীর আকন্দ পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে শিশুদের জীবন মান উন্নয়নে কাজ করছে। এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এর সহযোগিতায় এ বছর লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপিরিয়ালের বাস্তবায়নে এ ধরণের উদ্যোগ মানবিকতার অনন্য উদাহরণ। এ উদ্যোগকে স্বাগত জানাই।
শিশুস্বর্গের প্রতিষ্ঠাতা কবির আকন্দ বলেন, এ বছর খুবই চিন্তিত ছিলাম এ শীত মৌসুমে শীতের নতুন জামা দেয়ার অনুষ্ঠানটি করতে পারবো কীনা। ঠিক সেই মুহুর্তে লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপিরিয়াল ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস আমাকে সহযোগিতার আশ্বাস দেয়ায় আজকের এ অনুষ্ঠানটির আয়োজন করে শিশুদের মুখে হাসি ফুটাতে পেরেছি। এর চেয়ে আনন্দ আর কী হতে পারে। কারণ এই শিশুরা আমার আনন্দ। তারা হাসলে আমার হৃদয় আনন্দে ভরে উঠে। কেননা এই শিশুদের মুখে হাসি ফুটানোর জন্যই ২০১০ সালে শিশুস্বর্গ প্রতিষ্ঠা করেছিলাম। আগামীতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। #