স্টাফ রিপোর্টার।। পঞ্চগড়ের বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম বার্ধক্যজনিত কারণে গতকাল শুক্রবার রাতে জেলা শহরের মিলগেট এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখার সভাপতি আ্যডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম (খায়ের উকিল) এর পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৩ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর পঞ্চগড় চিনিকল মাঠে নামাজে জানাজা শেষে পুরাতন পঞ্চগড় ওয়াপদা সংলগ্ন গোরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হয়।
এদিকে, আমিনুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি গভীর শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছেন। #