স্টাফ রিপোর্টার।। সারা দেশের ৪২ জেলার ন্যায় পঞ্চগড়ের বোদায় মঞ্চস্থ হলো গণজাগরনের শিল্প আন্দোলনের ‘গণজাগরনের যাত্রাপালা উৎসব এর বাংলাদেশ। শনিবার (১১ নভেম্বর) রাতে পঞ্চগড়ের ‘দি লায়ন অপেরা’র কুশীলবদের দিয়ে উপজেলা চত্বরের বটমূলে ‘বদলে যাওয়া বাংলাদেশ’ শীর্ষক যাত্রাপালাটি মঞ্চস্থ হয়। যাত্রাপালাটির রচয়িতা শ্যামল দত্ত, নির্দেশনায় ছিলেন মোশারফ হোসেন। রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত যাত্রাপালাটি উপভোগ করেছেন উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার দর্শকরা। ব্যতিক্রমী এ আয়োজনে উচ্ছ্বসিত ছিল সকলেই। দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় উপজেলা শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় যাত্রা পালাটি মঞ্চস্থ হয়।
বোদা উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, পৌর আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ হোসেন মির্জা, উপজেলা ভাইস চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান, জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন বক্তব্য দেন।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান জানান, ‘শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ গড়ার অভিলক্ষ্যে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে’ এই প্রতিপাদ্যে ‘গণজাগরণের শিল্প আন্দোলন’ কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশব্যাপী শিল্পযজ্ঞ পরিচালনার উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তৃণমূল মানুষের অন্তরে বাস্তবিক উন্নয়নের এক দর্পন স্বরুপ কাজ করবে এ যাত্রাপালা সে নিরিখেই দেশব্যাপী ১২০ টি যাত্রাদলের পরিবেশনায় ৪২টি জেলায় ২ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ‘গণজাগরণের যাত্রাপালা উৎসব ২০২৩’ আয়োজন চলমান রয়েছে।
যাত্রা পালাটির মুল উপজীব্য ছিল বর্তমান সরকারের ডিজিটাল কার্যক্রমের ফলে মানুষের সেবার সহজলভ্যতা, উন্নয়ন কর্মকান্ড। এসব যাত্রার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। যাত্রাপালাটি বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ নারী পুরুষ উপভোগ করেন। #
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং