1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
সোমবার, ০৫ মে ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ :

আটোয়ারী উপজেলা বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।।পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আবু মুসা, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার মোঃ ইলিয়াস সরকার। অন্যান্যের মধ্যে ব্র্যাকের এসোসিয়েট অফিসার মিথুন কুমার গোস্বামী।
এ সময় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও প্রধান সহ গনমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি বলেন, বাল্যবিয়ের দিকে সকলকে সচেতন হতে হবে। কোথাও কখন কে এই বিয়ের আয়োজন করেছে তার খোঁজ খবর রেখে তাদের সাথে কথা বলে অভিভাবকগনকে বুঝাতে হবে। তবেই বাল্য বিবাহ বন্ধ করা সম্ভব হবে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং