-----------শিরিনা আফরোজ--------
নিস্তব্ধ শহর, ঘুমের ঘোর
পাহাড়াদার নাক ডাকে!
শহরের কোলে, চোখ ভেঁজা জলে
সাহসিকা লুকিয়ে থাকে!
ইট খসে যায়, ইমারত ভাঙে
চারদিকে গোপন সন্ধি,
পাজরে পাজরে সাপের দংশন
বিবেক খাঁচায় বন্দী।
ঝরের রাত্রিরে বাতাসে ভেসে
সুখবর যদিও বা আসে,
সর্বনাসের স্রোতধারায়
সে খবর যায় ভেসে।
ডাহুকের বাসায় শকুনের বসতি
কোকিলের বাসায় কাক।
তুষের আগুনে জীবন জ্বলে
স্বপ্ন পুড়ে খাক ।
শহর ঘুমায় নিবিড় ঘুমে
চৌদিকে অমানিশা ঘোর।
দীর্ঘ প্রতিক্ষায় আমি আর তুমি
আসেনিতো স্বর্নালী ভোর।
নতুন পৃষ্ঠায় পুরানো ইতিহাস
অক্ষর কাঁটাছেড়া।
জজ সাহেবের আদালতে
উকিল বাবুর জেরা।
ফাইল বন্দি নথি পত্রের
প্রমন পত্র নাই।
গভীর ঘুমে শহর ঘুমায়
ঘুম তো ভাঙে নাই!
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং