ঠাকুরগাঁও প্রতিনিধি : কালীপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় দিনব্যাপী পাঁচ পাহাড় কালী মন্দিরে মেলা অনুষ্ঠিত হয়েছে।
২০০ বছরের ঐতিহ্যবাহী এ মেলায় ঢল নামে নানা শ্রেণিপেশার মানুষের। নাগরদোলার পাশাপাশি হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা।
জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামে পাঁচপাহাড় কালী মন্দিরে সোমবার এই পূজা ও মেলা অনুষ্ঠিত হয়।
সকাল থেকে ঐতিহ্যবাহী পাঁচ পাহাড় আনন্দ মেলায় দর্শনার্থিদের পচারনায় মুখোর হয়ে ওঠে। দিনব্যাপী এ মেলায় খেলনা সামগ্রী ও মিষ্টি মন্ডাসহ নানা রকম প্রয়োজনীয় সামগ্রীর পসরা সাজিয়ে বসেন দোকানীরা।
মেলা উপলক্ষে দূর-দূরান্তের মানুষের উপস্থিতি পরিনত হয় মিলন মেলায়।
কালীপূজার পরের দিনব্যাপী পাঁচ পাহাড় কালীমন্দির প্রাঙ্গণে এমন মেলার আয়োজন করা হয় বলে জানান মন্দির কমিটি।
মন্দির কমিটির সভাপতি ও উপজেলা মহাজোটের সাধারণ সম্পাদক প্রভাষক সুজন ঘোষের সভাপতিত্বে এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন, এছাড়া আরো উপস্থিত ছিলেন
হিন্দু মহাজোট জেলা সহ সভাপতি প্রভাষক কৃষ্ট মোহন সিংহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম ভাসানী, ভানোর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা।
মন্দির কমিটির সভাপতির প্রভাষক সুজন ঘোষ বলেন আমাদের উদ্যোগে এই আয়োজন দীপাবলি উপলক্ষে প্রতিবছর হয়ে থাকে। আমরা আদিবাসী ও হিন্দু সম্প্রদায়ের বিধবা মায়েদের পাশে সব সময় আছি এবং থাকবো।
এ সময়ে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন বলেন, ২০০ বছর আগে প্রতিষ্ঠিত এ পাঁচ পাহাড় কালীমন্দির মেলার আয়োজন হয়ে আসছে। প্রতিবারের ন্যায় এবারও সেটি করা হয়েছে। সবাই আন্দন নিয়ে এই দিনটি পালন করে করছে।
অনুষ্ঠান শেষে আদিবাসী সহ অন্যান্য সম্প্রদায়ের ২১০ জন নারী ও পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং