পঞ্চগড় প্রতিনিধি : ভূমি অপরাধ ও প্রতিকার আইনে পঞ্চগড়ে প্রথম মামলা হয়েছে। পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-2 মামলার গ্রহণ করে আটোয়ারী উপজেলা ভূমি কমিশনার (এসিল্যান্ড) কে তদন্ত দিয়েছেন।
মামলার বিবরণে জানাগেছে, আটোয়ারী উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনোয়ারুল ইসলাম গত ডিসেম্বর মাসে মারা যান। মির্জাপুর গ্রামে তার রেখে যাওয়া জায়গা জমি বিভিন্ন জনে এসে দখল করার চেষ্টা করে। ওই সকল জমিতে আনোয়ারুলের স্ত্রী সন্তানরা গেলে তাদেরকে জমিতে চাষাবাদে বাধা প্রদান করে এবং অনবরত জমি দখল করার হুমকি দিতে থাকে।
আনোয়ারুল ইসলামের স্ত্রী মার্জিয়া সুলতানা ও তার দুই নাবালক সন্তানকে নিয়ে পঞ্চগড়ে বসবাস করে। জবরদখলকারী ব্যক্তিদের সাথে পেরে না উঠায় অবশেষে আইনের সহায়তা নেন।
এ বিষয়ে মার্জিয়া সুলতানার ভাই আলী আহসান হাবিব 13 নভেম্বর পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে 8 জনকে বিবাদী করে ভূমি অপরাধ ও প্রতিকার আইনের 4 (ক) ও 4(গ) ধারায় একটি মামলা আনয়ন করেন। বিচারক মামলাটি গ্রহণ করে আটোয়ারী উপজেলার ভূমি সহকারি কমিশনার (এসিল্যান্ড) মামলাটির তদন্ত দিয়েছেন। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট আইয়ূবূল আলম আঙ্গুর, এডভোকেট আহসান হাবিব, এডভোকেট হেমন্ত কুমার, এডভোকেট সাদ্দাম হোসেন।
আদালত সূত্রে জানা যায়, ভৃমি অপরাধ ও প্রতিকার আইনে পঞ্চগড় আদালতে এটিই প্রথম মামলা।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং