1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
আওয়ামী মিডিয়া ডনদের গ্রেফতার করতে হবে- রাশেদ প্রধান নৌকার সময় নৌকা ধানের সময় ধান পঞ্চগড়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন মাধবদী ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, সহকারী কর্মকর্তা মোর্শেদের বিরুদ্ধে ক্ষোভ খানসামায় বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার ভুল বোঝাবুঝির জালে একজন সমাজকর্মী—আকচায় শান্তির আহ্বান জানিয়ে এখন নিজেই প্রশ্নবিদ্ধ! ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের ভাইয়ের গাড়ীতে হামলার ঘটনায় দুই বিএনপি নেতা বহিস্কার কোটি টাকার সড়ক প্রকল্পে দুর্নীতি: অভিযুক্ত এলজিইডির নির্বাহী প্রকৌশলী সহ ৩ কর্মকর্তা পঞ্চগড়ে চা কারখানা দখলের অভিযোগ বৈষম্যহীন সমাজ গঠনে আমি রাজনীতিতে এসেছি, বাগমারায় গনসংযোগকালে ডাঃ আব্দুল বারী

গোবিন্দগঞ্জে সাবেক এমপির আনন্দ মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২১৫ বার পড়া হয়েছে

ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃগাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফলিকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদের পক্ষ থেকে আনন্দ মিছিল হয়েছে।

১৫ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭ টায় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ নির্দেশনায় পৌরশহরে আনন্দ মিছিল করে নেতা-কর্মীরা। পৌরশহরের গরুহাটিতে নিজস্ব রাজনৈতিক কার্যালয় চত্বর থেকে মিছিলটি বের হয়ে মহাসড়ক অংশ প্রদক্ষিণ শেষে ফিরে আসে। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে নেতা-কর্মীরা তফসিলকে স্বাগত জানান। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের ভোট প্রদানে আহ্বান জানানো হয়। শেষে উপস্থিত নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ,জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম,সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাপমারা ইউপির চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল,শিবপুর ইউপির সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম প্রধান শাহীন,উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক তৌকির হাসান রচি গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুদুর রহমান মুরাদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালুককানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লিচু,মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর আতিক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গাইবান্ধা জেলা শাখার সাবেক মানজুদুর রহমান লাভলু, মমিনুল ইসলাম,মুক্তার হোসেন সাদ্দাম, ছাত্রনেতা বাবুল ইসলাম সহ বিভিন্ন পৌর ওয়ার্ড ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি রোজ রবিবার। মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর’ ২০২৩; যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর; আপিল ৬ থেকে ১৫ ডিসেম্বর; প্রত্যাহার ১৭ ডিসেম্বর; প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর; প্রচারণার শেষ ৫ জানুয়ারি ২০২৪ সালের সকাল ৮টায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত