আবু তৌহিদ।। দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার দুই নং পলাশবাড়ীতে মেলার নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবী জানিয়েছেন সচেতন মহল।
বর্তমান প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় গুলোতে শুরু হচ্ছে বার্ষিক পরীক্ষা অথচ কিছু চরিত্রহীন জনপ্রতি ও ধান্ধাবাজ প্রশাসনের ছত্রছায়ায় মেলার নামে ঢেমঢেমিয়া কালি মেলার অশ্লীল ডান্স ও উচ্চ স্বরে শুরু হয়েছে মাইকে গান বাজনার শব্দ। এতে কোমলমতি শিক্ষার্থী সহ এলাকা বাসীর পড়া শুনা ঘুমের বেঘাত ঘটতেছে।
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার দুই নং পলাশবাড়ী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক সারা দেশে যখন স্কুলের বিদ্যালয় গুলোর পরীক্ষা চলমান, তখন তিনি কালি মেলার ন্যাংটা নাচ বা অশ্লীল নৃত্য নিয়ে তিনি ব্যস্ত ।
বিষয়টি জনমনে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি করেছে কিন্তু কারোর কোন বলার সাহস নেই।
উক্ত বিষয়টি রংপুর রেঞ্জের ডিআইজি মহোদয়ের নজরে আনার জন্য অনুরোধ করছেন দৈনিক ঝড় পত্রিকার প্রকাশক,সম্পাদক শাওন আমিন।