——-রিতু নুর ——–
রাখাল ছেলে রাখাল ছেলে
যাও ঘরে ফিরে।
পৃথিবীটা অন্ধকার হয়ে,
আসছে ধীরে ধীরে।
মেঘগুলো সাদা কালো
নীলিমায় ভাসছে,
পাখিগুলো আপন মনে
ঘরে ফিরে আসছে।
গোধূলির লাল রং
আর দেখা যায় না,
একটু পরেই ডাকবে দূরে
শিয়াল কুকুর হায়না।
রাখাল ছেলে রাখাল ছেলে
যাও ঘরে ফিরে,
সারাদিনের ক্লান্তি শেষে
বিশ্রাম নাও
মা বাবা সন্তানদের এবার সময় দাও।