মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ ১৮ নভেম্বর শনিবার দিনাজপুরের একমাত্র পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল অরবিন্দ শিশু হাসপাতালের ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে হাসপাতালের বিমল কুমার দেব মিলনায়তনে।
অরবিন্দ শিশু হাসপাতাল কমিটির সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ শামীম কবির। শোক প্রস্তাব পাঠ করেন কমিটির সহ-সভাপতি রনজিৎ কুমার সিংহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্মরণিকা উপ-কমিটির আহবায়ক রেজওয়ান হোসেন চৌধুরী রানা, সহ-সভাপতি সুনীল চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক জামিনুর ইসলাম জুয়েল, গত ৩৫তম সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রেম নাথ রায়। বার্ষিক সাধারণ সভার প্রতিবেদন পাঠ করেন কমিটির সাধারণ সম্পাদক মোঃ শামীম কবির। আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মনোয়ারুল হক মার্শাল। প্রতিবেদন দুটির উপর মুক্ত আলোচনা করেন উপস্থিত সাধারণ সদস্য আলহাজ¦ মোঃ মজিবুর রহমান, আনোয়ার হোসেন, শফিকুল হক ছুটু, নাসিম আলী কচি। প্রতিবেদন দুটি উপস্থিত সদস্যরা হাত তুলে অনুমোদন প্রদান করেন। সভাপতির বক্তব্যে কমিটি সভাপতি আব্দুস সামাদ বলেন, একটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল গড়ার পাশাপাশি আমরা শিশুর মায়েদের স্বাস্থ্যসেবা প্রদানে সরকারী স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে অরবিন্দ শিশু হাসপাতাল যথেষ্ট অবদান রাখছে। সাধারণ সম্পাদক মোঃ শামীম কবির তার প্রতিবেদনে বলেন, অরবিন্দ শিশু হাসপাতাল ৩৬বছরে পদার্পন করেছে। এর মধ্যে হাসপাতালের যথেষ্ট উন্নয়ন ঘটেছে। বর্তমানে শিশু সেবার পাশাপাশি মায়েদের (গাইনী) সেবা, দন্ত সেবা, অত্যাধুনিক পরীক্ষা-নিরীক্ষাসহ অবকাঠামোর উন্নয়ন ঘটেছে। আমাদের আগামী পরিকল্পনা প্রচুর রয়েছে যা আপনাদের সহযোগিতা পেলে বাস্তবায়ন করতে আমরা সক্ষম হব। সঞ্চালকের দায়িত্ব পালন করেন খন্দকার সঞ্জিতা জামান।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং