1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
২৫ মার্চ কালো রাতকে হার মানিয়েছে শাপলা গণহত্যা – রাশেদ প্রধান পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সম্মেলন সভাপতি দাউদ, সাধারণ সম্পাদক বাবু এ মেলায় সকলের সম্পৃক্ততা নেই- এটা মনে হচ্ছে বিএনপি’র মেলা – রাণীশংকৈলে মির্জা ফয়সাল মনুষ্যত্বের মানবতা // সিরাজুল রিক্সাচালক গোবিন্দগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু তসিবার গানে মডেল প্রিয়া অনন্যা ও মুন্না খান যে মাঠে ১৪৪ ধারা জারি সে মাঠে বৈশাখী মেলার বাড়ী বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করেছে বিজিজেএ কেন্দ্রীয় কমিটি ভবিষ্যতের বাংলাদেশ ফ্যাসিস্টের জন্য আর কোন জায়গা দেবে না -ব্যারিস্টার নওশাদ জমির বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে প্রত্যাশা

পঞ্চগড়ে বিদ্যালয়ের অবৈধ নিয়োগ বাতিলের দাবীতে বিক্ষোভ, তোপের মুখে পরীক্ষা স্থগিত !

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার- পঞ্চগড়:পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় একটি বিদ্যালয়ের অবৈধ নিয়োগ বাতিলের দাবীতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এসময় স্থানীয়দের তোপের মুখে পড়ে পরীক্ষা স্থগিত করেছে কমিটি। তবে নিয়োগ পরীক্ষার সময় নিয়োগ বাতিলের দাবীতে বিদ্যালয়ের মাঠে-ই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে স্থানীয়রা।

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে আটোয়ারী উপজেলার ডাংগীর হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, বিদ্যালয়টিতে শনিবার দুপুরে আয়া ও পরিচ্ছন্ন কর্মী পদে নিয়োগ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এসময় স্থানীয় জমিদাতা (৩৭ শতক) হাজেরা খাতুন নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবীতে বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে কান্নাসহ আর্তনাদ শুরু করেন।

এসময় তিনি অভিযোগ করেন, গত ২২ বছর আগে বিদ্যালয়ে ৩৭ শতক জমি দান করেন তিনি। সে সময় বিদ্যালয় কমিটি ও প্রধান শিক্ষক একটি রেজুলেশনের মাধ্যমে হাজেরা খাতুনের পরিবারের এক সদস্যকে বিদ্যালয়ে চাকুরি দেয়ার আশ্বাস দেন। তবে দীর্ঘ ২২ বছর পর বিদ্যালয়ের আয়া ও পরিচ্ছন্ন কর্মী পদে নিয়োগ দেয়ার উদ্যোগ নেয়া হয়। পরে নিয়োগ প্রকাশের পর হাজেরার মেয়ে মোস্তাকিমা বেগম আয়া পদে আবেদন করেন। কিন্তু ওই পদে চাকুরির জন্য গোপনে তার কাছে ৮ লক্ষ টাকা দাবী করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন ও সহকারী শিক্ষক আব্দুল জব্বার। পরে গরু ছাগল বিক্রি করে হাজেরা খাতুন ৩ লক্ষ টাকা তাদের কাছে জমা করলেও তারা অন্য প্রার্থীকে অধীক অর্থের বিনিময়ে গোপনে নিয়োগ নিশ্চিত করে।

এ বিষয়ে হাজেরার জামাই আয়ুব আলী জানান, জমির বিনিময়ে আমাদের রেজুলেশনের মাধ্যমে চাকুরি দেয়ার কথা ছিল। কিন্তু আমাদের কাছে টাকা নেয়ার পরেও এখন অধীক অর্থের বিনিময়ে তারা অন্যজনকে নিয়োগ দিচ্ছে। আমরা এ ঘটনার তিব্র নিন্দা জানিচ্ছি। একই সাথে নিয়োগ পরীক্ষা বাতিল করার জন্য মানববন্ধন কর্মসূচী পালন করেছি।

এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, জমির বিনিময়ে চাকুরি দেয়ার নামে গত ২২ বছর আগে একটি রেজুলেশন করা হয়। কিন্তু পরে জানতে পারি বিষয়টি অবৈধ। তাই আমাদের নিয়োগ প্রকাশ হওয়ার পর ওই পরিবারের সদস্যদের আবেদন করতে বললে আজকে পরীক্ষা নেয়ার কথা ছিল। এর মাঝে এই পরিস্থিত তৈরি! তবে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন সহকারী শিক্ষক আব্দুল জব্বার।

এদিকে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে বিদ্যালয়ে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করলে বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে আলোচনার মাধ্যমে পরীক্ষা স্থগিত করেন আটোয়ারী উপজেলা শিক্ষা অফিসার লুৎফুল কবির মো কামরুল হাসান। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং