বেতবুনিয়া টিএন্ডটি পুলিশ ক্যাম্পের ব্যারাক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কাউখালী উপজেলার বেতবুনিয়া টিএন্ডটি পুলিশ ক্যাম্পের ব্যারাকে ফেসবুক লাইভে এসে নিজের কাছে থাকা অস্ত্র দিয়ে নিজের বুকে গুলি চালান কনস্টেবল মো. মোতাহের হোসেন। এ সময় তিনি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ রাখেন। গুলির আওয়াজ শুনে আশপাশের সহকর্মীরা ছুটে এসে আহত অবস্থায় মোতাহেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেতবুনিয়া টিএন্ডটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন বলেন, বেশ কিছুদিন যাবত মোতাহের পারবারিক সমস্যায় ভুগছিলেন বলে জানতে পেরেছি। তবে এই ধরণের একটা ঘটনা তিনি ঘটিয়ে ফেলবেন তা বুঝতে পারিনি।
সহকর্মীদের কাছ থেকে জানা যায়, শনিবার সন্ধ্যায় মোতাহের হোসেন জাহিদ সরকার নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। লাইভে তিনি তার ব্যক্তিগত জীবনের নানান সমস্যার কথা তুলে ধরেন। প্রায় ২০ মিনিটের মতো লাইভে কথা বলেন তিনি। বেঁচে থাকার আশা হারিয়ে ফেলেছি বলেও লাইভে বলেন তিনি। পরে সবার কাছে ক্ষমা চেয়ে নিজের বুকে গুলি করেন মোতাহের।
এ বিষয়ে কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বলেন, মোতাহেরকে নিয়ে আমরা এই মুহূর্তে হাসপাতালে আছি। তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। পরে আরও বিস্তারিত জানাতে পারবো।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং