✍️রুকসানা রহমান
আমার ভালোবাসার কোন বিনিময় মূল্য নেই,
বিজ্ঞাপনের শেষে তারকা চিহ্ন দেওয়া
গুড়ি গুড়ি সুপ্ত শর্ত নেই!
আমি ভালোবাসতে শিখেছি
বিস্তীর্ণ তুন্দ্রার মস ফাংগাসদের থেকে
বৃষ্টির পর ফকির হয়ে যাওয়া
গোধূলির মৌসুমী মেঘেদের থেকে
এক ঘাসের উরুতে যে
শিশির বিন্দুর ভেতর
ভোরের সূর্য আর বেদুইন বাসা বেঁধে থাকে –
আমি ভালোবাসতে শিখেছি
সেই সব ঝলমলে মুহূর্তদের থেকে!
প্রকৃতির মতো নিষ্ঠুর আর অহংকারী
আমার এই ভালোবাসা!
বুনো মোষের মতো নির্বিকল্প আর বল্গাহীন,
সেই কোন প্রাগৈতিহাসিক কাল থেকে
বুকের অতলান্ত অন্ধকারে-
আগুন পাথর ঠেলে উঠে,
এখন চির তুষারাবৃত
এক পাহাড় হয়েছে!
তোমাকে দিলাম
সেই পাহাড় চূড়ার
নিঃসঙ্গ এক বরফের মতো
মৃত্যুহীন এক ভালোবাসা!