——-রিতু নুর——–
জংশন স্টেশন এসে যখন ট্রেন থামে
যাত্রীরা খুশি হয়ে
দলে দলে নামে।
এভাবেই কালে কালে চলছে ট্রেন
কত মানুষ
কত জায়গায় ট্রেনে করে যায়,
ভারি মজা পায়।
চল যাই দুজন মিলে
আমরাও দূরে,
শহর বন্দর গ্রাম গঞ্জ
আসি ঘুরে।
জানালার পাশে বসে দেখবো
পূর্ণিমার চাঁদ,
গল্প করে কাটিয়ে দেব আমরা সারারাত।
ভোর বেলাতে যখন
লতাপাতা বৃক্ষরা যাবে নুয়ে,
আলতো করে মাথা রেখে তুমি থেকো
অন্যদিকে মুখ করে শুয়ে।
আমি বসে বসে দেখব
হিম শীতল হিমালয় চূড়া,
সার্থক হবে তখন আমাদের ট্রেনে করে ঘুরা।।