স্টাফ রিপোর্টার ।। পরিবেশ অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অফিসের কার্যক্রম নিয়ে পঞ্চগড়ে ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। নেট্জ বাংলাদেশ’র সহযোগিতায় নারীর অধিকার ও অন্তভূক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ শীর্ষক যুক্ত প্রকল্পের আওয়াতায় ওই সংলাপের আয়োজন করে মানব কল্যাণ পরিষদ-এমকেপি। গতকাল মঙ্গলবার সদর উপজেলা শিক্ষা অফিসের হলরুমে আয়োজিত সংলাপে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী ও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন শাহ। বোদা উপজেলা নাগরিক সমাজ সংগঠন-সিএসও সভাপতি উদয় কুমারের সভাপতিত্বে সংলাপে অন্যান্যের মাঝে বক্তব্য দেন যুক্ত প্রকল্পের এলাকা সমন্বয়কারী ইয়াসিন আলী, ফিল্ড ফ্যাসিলিটেটর মনোয়ারা বেগম, গোলাম রব্বানী প্রমূখ। সংলাপে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নাগরিক সমাজ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #