স্টাফ রিপোর্টার ।। পঞ্চগড়ে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করে জেলা স্বাস্থ্য বিভাগ। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস আই এম রাজিউল করিমের সভাপতিত্বে অবহিতকরণ সভায় বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মনসুর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিরুল্লা, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. আমির হোসেন, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মনোয়ারুল ইসলাম, কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ পরিচালক শাহ আলম মিয়া, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সহিদুল ইসলাম প্রমুখ। #