স্টাফ রিপোর্টার ।। দুই বছর ধরে পঞ্চগড়ের বোদা উপজেলার সুপ্রিয় জুট ইন্ডাস্ট্রি কর্তপক্ষ পাট সরবরাহকারী ব্যবসায়ীদের কাছে দেনা হয়েছেন প্রায় দুই কোটি টাকা। দীর্ঘদিন থেকে পাওনা টাকা ফেরত না পাওয়ায় জুট মিলের সামনে ট্রাক্টর নিয়ে অবস্থান নিয়েছে এক পাট ব্যবসায়ী।
মঙ্গলবার দুপুরে মনসুর আলী তার লোকজন নিয়ে কারখানার সামনে অবস্থান নেন। টাকা না দেয়া পর্যন্ত কারখানায় উৎপাদিত কোন মালামাল বের করতে দেয়া হবে না বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি। এমনকি কারখানার প্রধান ফটকের সামনে ট্রাক্টর রেখে অবরোধ করেছেন তিনি ও তার লোকজন। প্রায় দুই ঘন্টা কারখানার সামনে অবস্থান নেয়ার পর বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌছে উভয় পক্ষকে বসে বিষয়টি সমাধান করার নির্দেশ দিলে কর্মসূচি থেকে সরে যান এই পাওনাদার।
ওই কারখানার সামনে সংবাদ সম্মেলন করে তিনি জানান, সুপ্রিয় জুট ইন্ডাস্ট্রির সংকট মুহুর্তে তিনি পাট সরবরাহ করে কারখানা চালু রাখতে সহযোগিতা করেছিলেন। মাঝে মধ্যে বাকিতে দিতে থাকেন মালামাল। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সাল পর্যন্ত মোট বকেয়ার পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৪৪ লাখ টাকা। পরে পাওনা টাকা চাইতে গেলে কারখানা মালিক কর্তৃপক্ষ শুরু করে টালবাহানা। টাকা দিতে দিনের পর দিন ঘুরাতে থাকে। পাওয়া টাকা না পাওয়ায় ব্যাংক থেকে নেয়া ঋণ পরিশোধ করতে পারছেনা তিনি। দিন দিন সুদের পরিমাণও বাড়ছে। এছাড়া এই টাকা পরিশোধ করারও সামর্থও নেই তার। তাই নিরুপায় হয়ে কারখানার সামনে অবস্থান নিতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি। তবে কারখানার ভেতরের কার্যক্রমে কোন বাধা সৃষ্টি করেননি।
পাট ব্যবসায়ী মনসুর আলী বলেন, সুপ্রিয় জুট ইন্ডাস্ট্রির কাছে মোট ১ কোটি ৪৪ লাখ টাকা পাওনা আছে। ইসলামী ব্যাংকে ১ কোটি ৭০ লাখ টাকা সিসি লোন নিয়ে ব্যবসা করে তাদের কারখানায় পাট সরবরাহ করেছি। বর্তমানে ওই টাকার ইন্টারেস্ট দাঁড়িয়েছে ৩১ লাখ টাকা। টাকা না দিলে ব্যাংক আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি নিলামে তুলবে। তাই আমি নিরুপায় হয়ে মিলের সামনে অবস্থান নিতে বাধ্য হয়েছি। শুধু আমি নই অনেক পাওনারদেরকেই তারা টাকা পরিশোধ করছে না।
সুপ্রিয় জুট ইন্ডাস্ট্রি’র মালিকের ছোট ভাই রুবেল পাটোয়ারী বলেন, আমাদের কাছে ওই ব্যক্তি সামান্য কিছু টাকা পাবে। এই বিষয়টি নিয়ে বৈঠক হয়েছে। অগ্নিকান্ডে আমাদের কাগজপত্র সব পুড়ে গেছে। তাই হিসেব নিকেশ করতে সমস্যা হচ্ছে। এর মধ্যেই তিনি অন্যায়ভাবে কারখানার সামনে অবস্থান নিয়েছেন এবং ট্রাক্টর রেখে অবরোধ করেছেন। আমরা টাকা পরিশোধ না করলে তিনি আইনগত ব্যবস্থা নিতে পারতেন। তা না করে তিনি লোকজন নিয়ে কারখানায় সামনে বিশৃংখলা সৃস্টির চেষ্টা করেছেন। এটি কোনভাবেই মেনে নেয়া যায় না।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা বলেন, আমি তাদের দুই পক্ষকে ডিসি ও এসপি মহোদয়ের সাথে বসে বিষয়টি সমাধান করে নেয়ার জন্য বলেছি। তারা তাতে সম্মত হয়েছে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং