ঝড় প্রতিবেদন।। কবি রেজাঊদ্দিন স্টালিন আধুনিক বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। উনার সাম্প্রতিক লেখা কবিতাগুলো পাঠে পাঠক নতুনত্ব ও আধুনিকতার স্বাদ পায়।আধুনিক পৃথিবীর এক অপ্রতিদ্বন্দ্বী কবি বাংলা ভাষার । পৃথিবীর ৪১টি ভাষায় অনূদিত হয়েছে উনার কবিতা । যে অর্থে বিশ শতকের পাবলো নেরুদা, নিকোলাস গিলেন, রুবেন দারিও,নাজিম হিকমত, মিরোস্লাভ হলুভ, সুভাস মুখোপাধ্যায় প্রমুখ আমাদের সমাদরনীয়। তেমনি একুশ শতকে সমকালকে আত্মস্থ করে আজ বৈশ্বিক পরিমন্ডলে নিজের অবস্থানকে দৃঢ় করেছেন তিনি। আন্তঃর্জাতিক খ্যাতি সম্পন্ন কবিদের সাথে উচ্চারিত হয় আজ তার নাম ।এই জন্য আমরা গর্বিত বাংলা ভাষার এই মহান কবির জন্য ।
দুই যুগের অধিক সময় সাহিত্য অঙ্গনকে আলোকিত করে রেখেছেন বাংলা একাডেমি পদকপ্রাপ্ত এই মীথাশ্রয়ী কবি । আল্লাহ আপনাকে সুস্হ রাখুন আরও দীর্ঘসময় বাংলা সাহিত্য অঙ্গন মুখরিত থাকুক আপনার পদচারনায় এই দোয়া রইল ।শুভ জন্মদিন প্রিয় কবি রেজাউদ্দিন স্ট্যালিন ।