খাগড়াছড়ি সংবাদদাতা।।খাগড়াছড়িতে নিখোঁজ কাঠ ব্যবসায়ী মো.শফিকুল ইসলাম রাসেলের সন্ধানের দাবিতে ফের বিক্ষোভ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। একইসাথে তাকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানিয়েছে বিক্ষোভ থেকে।
আজ বুধবার বেলা সাড়ে ১০ টায় শহরের শাপলা চত্বর এলাকা থেকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জেলা শাখার ব্যানারে এ কর্মসুচির আয়োজন করা হয়। এতে সংগঠনটির নেতাকর্মী ছাড়াও নিখোঁজ রাসেলের স্বজন, এলাকাসীরাও অংশ নেন। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরের সামনে অবস্থান করে ঘন্টাব্যাপী ধরে বিক্ষোভ করেন।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, পাহাড়ি আঞ্চলিক সংগঠনগুলোর সশস্ত্র কর্মকান্ড, বেপরোয়া চাঁদাবাজি, অপহরণ, গুম খুনের কারনে সাধারণ মানুষ অতিষ্ঠ। নিখোঁজ শফিকুল ইসলাম রাসেলকে চাঁদাবাজি ও সাম্প্রদায়িক কারনে অপহরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। অবিলম্বে রাসেলকে মুক্তিসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ। গত ৯ নভেম্বর গাছের বাগান দেখার উদ্দেশ্যে ঘর থেকে বের হন রাসেল। দীঘিনালা উপজেলার ৮ মাইল এলাকায় যাওয়ার পর থেকে আর খোঁজ মেলেনি তার।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং