“জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকান্ডে/নৈতিকতার অবক্ষয় ও বিপথগামী
মো: আসাদুজ্জামান আসাদ,বিশেষ প্রতিনিধি, ঠাকুরগাঁও :“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ” এইপ্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনে ঠাকুরগাঁওয়ে “জঙ্গিবাদ,
সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকান্ডে/নৈতিকতার অবক্ষয় ও বিপথগামীতা রোধকল্পে
যুবদের ভূমিকা” শীর্ষক এক জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যুব
উন্নয়ন অধিদপ্তর, ঠাকুরগাঁও এর আয়োজনে আজ ২২শে নভেম্বর বুধবার বিকেলে যুব
উন্নয়ন অধিদপ্তর, ঠাকুরগাঁও এর উপ-পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ
জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক
মো: মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, ঠাকুরগাঁও এর
উপ-পরিচালক মনসুর রহমান খান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক
কর্মসংস্থান মন্ত্রনালয়ের আওতায় ওয়েলফেয়ার সেন্টার, ঠাকুরগাঁও এর সহকারি পরিচালক
আতাউর রহমান, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও রিপোর্টার্স
ইউনিটি ও জাতীয় সাংবাদিক সংস্থা, ঠাকুরগাঁও জেলা শাখা’র সাধারণ সম্পাদক
আসাদুজ্জামান আসাদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোয়ারা
চৌধুরী, বিশিষ্ট লেখক ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক রাজা শহিদুল আসলাম, একতা
প্রতিবন্ধী উন্নয়ন ও পূর্ণবাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম প্রমুখ। ।
বক্তারা যুব সমাজকে চাকুরির পিছনে না ঘুরে নিজে সরকারি বেসরকারি প্রশিক্ষণ
নিয়ে উদ্যোক্তা হয়ে গড়ে উঠে নিজের ও দেশের আর্থিক উন্নয়নে অবদান রাখার আহবান
জানান। তারা সে সময় সমাজের যুবকদের জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডে না
জড়িয়ে আয়বর্ধক কাজের সাথে যুক্ত হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার আহবান
জানান এবং জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার
আহবানও জানান।
সে সময় রাজনীতিক, সরকারি কর্মকর্তা ও যুব উন্নয়ন অধিদপ্তর, ঠাকুরগাঁও এর
কর্মকর্তা ও কর্মচারিরা, উদ্যোক্তা, প্রশিক্ষক, প্রশিক্ষনার্থী এবং সাংবাদিক উপস্থিত
ছিলেন।