1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ :
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়ন লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ফেসবুকে নারী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার থানায় অভিযোগ প্রশংসায় সুবাহ’র ‘কালকে টুনির বিয়া’ ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পীরগঞ্জ প্রেসক্লাবকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট : থানায় তিন সাংবাদিকের এজাহার আওয়ামী সরকারের ফ্যাসিষ্ট দোসর অধ্যক্ষ হিসেবে পদায়নে বতিলের দাবীতে মানববন্ধন পঞ্চগড়ে মাশরুম চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত পঞ্চগড়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত ২৫ মার্চ কালো রাতকে হার মানিয়েছে শাপলা গণহত্যা – রাশেদ প্রধান

তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর।। বিজিবি সদস্যের বিরুদ্ধে লাগেজ তল্লাসীর নামে নারীকে হেনস্থা।। অশ্লীল আচরণের অভিযোগ।।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে দেশে ফেরার সময় এক নারীর সাথে লাগেজ তল্লাশীর নামে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। কাজল নামে অভিযুক্ত বিজিবি সদস্য ওই নারীর ব্যাগ থেকে অন্তর্বাস (ব্রা ও প্যান্টি) বের করে অন্যদের দেখানোর অভিযোগ করা হয়েওেছ। এ নিয়ে ওই নারী পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বরাবরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের অনুলিপি বিজিবির সেক্টর কমান্ডার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে প্রদান করা হয়েছে।
লিখিত অভিযোগে জানা যায়, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মোমিনপাড়া এলাকা অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আবুল কালাম আজাদের মেয়ে কুলসুম নাহার আইভি গত ১৫ নভেম্বর ভারত থেকে ফুলবাড়ি-বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেন। তিনি বাংলাবান্ধা ইমিগ্রেশনের সব প্রক্রিয়া সম্পন্ন করে একটি ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। এ সময় বাংলাবান্ধা বিজিবি ক্যাম্পের সামনে কয়েকজন বিজিবি সদস্য তার গাড়ি থামান। কাজল নামের এক বিজিবি সদস্য ওই নারীর ব্যাগ তল্লাশি করেন। ব্যাগে কিছু কসমেটিক ও মেয়েদের ব্যবহৃত কিছু জিনিসপত্র ছিল। এ সময় বিজিবি সদস্য কাজল ব্যাগ থেকে অন্তর্বাস (ব্রা ও প্যান্টি) বের করে অন্যদের দেখান এবং অশোভন আচরণ করেন। বিজিবি সদস্যদের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে তিনি ১৯ নভেম্বর ডাকযোগে বিজিবির অধিনায়ক বরাবরে এই লিখিত অভিযোগ দেন।
ভুক্তভোগী যাত্রী কুলসুম আক্তার আইভি বলেন, ‘আমি তাদের বার বার বলেছি যে বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি আমার ব্যাগ চেক করেছে। কিন্তু তারা কোন কথা না শুনে ক্যাম্পের সামনে আমার ব্যাগ থেকে মেয়ের ব্রা ও প্যান্টি বের করে সবাইকে দেখাতে থাকে। এছাড়া অশ্লীল কথাবার্তা ও অশোভন আচরণ করে বিজিবি সদস্য কাজলসহ কয়েকজন। তারা আমার আমাকে নানাভাবে অপদস্থ করে। আমার বাবা বিজিবিতে চাকরি করতেন। এভাবে তারা কখনোই একজন নারী যাত্রীকে হেনস্থা করতে পারে না। তাই বিচারের জন্য লিখিত অভিযোগ করেছি। তাদের বিচার না করা হলে তারা এভাবে নারীদের হেনস্থা করতেই থাকবে।
এ ব্যাপারে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল যুবায়েদ হাসান মোবাইল ফোনে বলেন, আমাদের কাছে একটি অভিযোগ এসেছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং