স্টাফ রিপোর্টার।। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে দলীয় মনোনয়ন চেয়ে নয় জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদের মধ্যে এক মাত্র নারী প্রার্থী বাংলাদেশের যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোসা.সারমিন জাহান মেরি।
তিনি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ২০০১ সালে বাংলাদেশ যুব মহিলা লীগে যোগদান করেন ।শুরুতে সূত্রাপুর থানা সভাপতির দায়িত্ব পালনের মধ্য দিয়ে নিজেকে একজন ত্যাগী সক্রিয় কর্মী হিসেবে প্রমান করেন। তিনি পঞ্চগড় জেলা যুব মহিলা লীগের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ঞ্চগড় জেলায় নারীদের প্রথমে জাগ্রত করে রাজনৈতিক ভাবে সচেতন করেন। বাংলাদেশে যুব মহিলা লীগের প্রথম সম্মেলনে ফাউন্ডার কমিটির সাংগঠনিক সম্পাদকের পদ অর্জন করেন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব সঠিকভাবে পালন করায় একজন দক্ষ সংগঠনিক কর্মী হিসেবে নিজেকে প্রমাণ করায় দ্বি-বার্ষিক সম্মেলনে সহ-সভাপতির পদ প্রদান করা হয়। দীর্ঘ সময় রাজনীতির সাথে রাজপথে থেকে, আওয়ামী লীগ ঘোষিত সকল কার্যক্রমে অংশগ্রহণ করে, নিজেকে ত্যাগী হিসেবে প্রমান করেন। ২০০৭,২০০৮ সালে জরুরী অবস্থার সময় অনেক নির্যাতনের শিকার হয়েছেন, নিজের বাসায় বসবাস করতে না পেরে ফেরারি হয়ে আত্মীয় স্বজনের বাসায় বাস করতে হত। রাজনীতি করে বলেই বাসা ভাড়া পর্যন্ত দিত না । এছাড়া বিএনপি, জামায়াত জোট সরকারের নির্যাতনের শিকার হয়ে কারাবরণ করেন। এই সংগঠনের পেছনে তাঁর অনেক ঘাম, শ্রম, ত্যাগ আছে। তিনি কেন্দ্রীয় রাজনীতি করেন বলে এলাকার চেয়ে কেন্দ্রের সকল প্রোগ্রামে তাঁকে রাজপথে সক্রিয় থাকতে হয়।, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়। তিনি একজন সুশিক্ষিত। এছাড়া তিনি একজন সংবাদ কর্মী, রাজনীতি সচেতন নারী। তথ্য প্রযুক্তির স্মার্ট বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তিনি ও সারথী হতে চান।
আশা করি পঞ্চগড়-১ আসনের একমাত্র নারী প্রার্থী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী এবার তাঁকেই মনোনয়ন দিবেনে। তাঁকে মনোনয়ন দিলে তিনি আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দিবেন বলে বিশ্বাস করেন। #